ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ২ ছাত্রকে বলাৎকারের অভিযোগ

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ২ ছাত্রকে বলাৎকারের অভিযোগ

প্রতীকী ছবি

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২২ | ০০:২০ | আপডেট: ১৯ জানুয়ারি ২০২২ | ০০:২০

গাজীপুরের টঙ্গীতে দুইজন মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে শাহ আলম নামে এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে। সোমবার ঘটনার পর খবর পেয়ে শিশু দুটিকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মঙ্গলবার রা‌তে ভুক্তভোগী এক শিশুর বাবা টঙ্গী পূর্ব থানায় অ‌ভি‌যোগ ক‌রেন।

অভিযুক্ত শাহ আলম টঙ্গীর মাছিমপুর এলাকার জামিয়া গাফুরিয়া মাখযানুল উলুম মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক।

ভুক্তভোগী এক শিশুর বাবা জানান, মঙ্গলবার তার ছেলে ঘটনাটি জানায়। ওইদিন আরেক শিশুর ওপরও নির্যাতন চালান ওই শিক্ষক। পরে ঘটনাটি জানাজানি হলে মাদ্রাসা কর্তৃপক্ষ ও শিক্ষকরা বিষয়টি অর্থের বিনিময়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন এবং বিভিন্ন হুমকি-ধামকি দেন।

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাভেদ মাসুদ বলেন, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়েছে। অভিযুক্ত শিক্ষক পলাতক রয়েছেন, তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আরও পড়ুন

×