ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

শ্যামনগরে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক

শ্যামনগরে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক

শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২২ | ০৭:৩৭ | আপডেট: ২৭ জানুয়ারি ২০২২ | ০৯:৩৬

সাতক্ষীরার শ্যামনগরে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে শহিদুল ইসলাম (২৮) নামের এক যুবককে আটক করা হয়েছে। বুধবার দিবাগত রাতে পশ্চিম বিড়ালাক্ষী আশ্রয়ণ প্রকল্প এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।

গ্রেপ্তার শহিদুল আশাশুনির প্রতাপনগরের রুহুল আমিন মোল্যার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভুমিহীন হওয়ায় গত চার বছর ধরে শহিদুল এক সন্তান ও স্ত্রীকে নিয়ে শ্যামনগরের বিড়ালাক্ষী আশ্রয়ণ প্রকল্পে বসবাস করে আসছেন। বুধবার রাতে তিনি পাশের বাড়ির এক শিশুকে কৌশলে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। এসময় শিশুটির চিৎকারে আশেপাশের লোকজন চলে আসেন। পরে স্থানীয়রা তাকে হাতেনাতে ধরে গণপিটুনি দিয়ে পুলিশ দেয়।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শহিদুল এলাকায় মাদক ব্যবসা ছাড়াও নানা অপকর্মের সঙ্গে জড়িত। তাকে কারাগারে পাঠানো হয়েছে।


আরও পড়ুন

×