পুঠিয়ার প্রকৌশলী হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে গেলেন দিনাজপুরে

হেলিকপ্টারে ওঠার আগে বর ইমরান হোসেন - সমকাল
রাজশাহী ব্যুরো
প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২২ | ০৯:৫৯ | আপডেট: ২৭ জানুয়ারি ২০২২ | ০৯:৫৯
রাজশাহীর পুঠিয়ার ইমরান হোসেন নামের এক উপ-প্রকৌশলী হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে গেলেন দিনাজপুরে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার হাড়োগাতি গ্রামের ভরতমাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।
বর ইমরান হোসেন উপজেলার হাড়োগাতি গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। কনে ইফফাত জাহান দিনাজপুরের বিরামপুরের মিজানুর রহমানের মেয়ে। ইফফাত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের মাস্টার্সের ছাত্রী।
স্থানিীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার হাড়োগাতি গ্রামের ভরতমাড়িয়া এলাকার একটি ইটভাটায় হেলিকপ্টারটি নামানো হয়। এসময় হেলিকপ্টারটি দেখতে ওই ইটভাটায় শত শত উৎসুক মানুষ ভিড় করেন। পরে হেলিকপ্টারটি বরসহ চারজন যাত্রী নিয়ে উড়ে যায় দিনাজপুরের বিরামপুরে।
বরের বাবা ইসমাইল হোসেন জানান, ‘হেলিকপ্টারে করে আমার ছেলের বিয়ে হবে। এটা আমার স্বপ্ন ছিল। সেই স্বপ্ন আজ পূরণ হলো।’
পুঠিয়ার শিলমাড়িয়া ইউনিয়ন পরিষদ ( ইউপি) চেয়ারম্যান সাজ্জাদ হোসেন মুকুল বলেন, ‘বর ইমরান হোসেন একজন ডিপ্লোমা প্রকৌশলী। ঢাকায় বায়িং হাউজে চাকরি করেন। তিনি বলেন, হেলিকপ্টারটির ভাড়া সাড়ে তিন লাখ টাকা।’