ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

সাফারি পার্কে ১১ জেব্রা মারা যায়নি, হত্যা করা হয়েছে: এমপি সবুজ

সাফারি পার্কে ১১ জেব্রা মারা যায়নি, হত্যা করা হয়েছে: এমপি সবুজ

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২২ | ০১:৫৩ | আপডেট: ৩০ জানুয়ারি ২০২২ | ০১:৫৬

গাজীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্কে সম্প্রতি মারা যাওয়া ১১টি জেব্রার মৃত্যু স্বাভাবিক ছিল না বলে দাবি করেছেন স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ ইকবাল হোসেন সবুজ।

রোববার বঙ্গবন্ধু সাফারি পার্কের জেব্রা বেষ্ঠনী পরিদর্শন করতে গিয়ে তিনি এ কথা বলেন। এ সময় তিনি দাবি করেন, জেব্রাগুলোকে হত্যা করা হয়েছে।

এমপি সবুজ বলেন, সাফারি পার্কের কর্মকর্তাদের অভ্যন্তরীণ কোন্দলের কারণে একে অপরকে ফাঁসানোর জন্য এই জেব্রাগুলো হত্যা করা হয়েছে। এ ঘটনায় তিনি মামলা করবেন বলে জানান।

এ ছাড়া চলতি মাসে সাফারি পার্কে একটি বাঘও মারা গেছে দাবি করে তিনি বলেন, এই বাঘের মৃত্যুর সংবাদও সাফারি পার্ক কর্তৃপক্ষ গোপন রেখেছে।

আরও পড়ুন

×