ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

কারাগার থেকে যৌতুক মামলার সাজাপ্রাপ্ত আসামির ঝুলন্ত লাশ উদ্ধার

কারাগার থেকে যৌতুক মামলার সাজাপ্রাপ্ত আসামির ঝুলন্ত লাশ উদ্ধার

প্রতীকী ছবি

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২২ | ০৮:২৩ | আপডেট: ৩০ জানুয়ারি ২০২২ | ০৮:২৩

ঝিনাইদহ জেলা কারাগারের শৌচাগার থেকে যৌতুক মামলায় সাজাপ্রাপ্ত মফিজ (৩৬) নামের এক আসামির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে কারা কর্তপক্ষ।

রোববার সকাল ১১টার দিকে ঝিনাইদহ কারাগারের কপোতাক্ষ ওয়ার্ডের ৩ নম্বর সেলের শৌচাগার থেকে তার লাশ উদ্ধার করা হয়। 

তিনি শৈলকুপা উপজেলার বাগুটিয়া গ্রামের বাসিন্দা ছিলেন।

২০১৬ সালে হওয়া একটি যৌতুক মামলায় (মামলা নম্বর-সিআর ৮৪/২০১৬) তাকে ৫ বছরের সাজা দেওয়া হলে গত ২১ জানুয়ারি কারাগারে আনা হয়। 

কারাগারের জেলার মো. রফিকুল ইসলাম জানান, মফিজ নামের এক কয়েদি যৌতুক মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে আসেন। হয়তো স্ত্রীর মামলায় সাজাপ্রাপ্ত হওয়ার কারণে লজ্জা ও হতাশায় আত্মহত্যা করেছেন। 

জেলার আরও বলেন, রোববার ১১টার দিকে কারাগারের শৌচাগারের গ্রিলের সঙ্গে গামছা দিয়ে ফাঁস দেওয়া অবস্থায় মফিজের লাশ ঝুলতে দেখে অন্য বন্দিরা কারারক্ষিদের খবর দেয়। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে ডাক্তার মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

×