ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

নওগাঁয় পৃথক সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীসহ নিহত ২

নওগাঁয় পৃথক সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীসহ নিহত ২

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২২ | ০৭:০১ | আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২২ | ০৭:০১

নওগাঁয় পৃথক সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ীসহ দু’জন নিহত হয়েছেন। জেলার মহাদেবপুর ও আত্রাই উপজেলায় দুর্ঘটনা দুটি ঘটে। 

জানা যায়, মঙ্গলবার বেলা ১১টার দিকে মহাদেবপুরের ছাতড়া সড়কের চান্দাশ বাজারের সামনে ইটবোঝাই একটি ট্রাক শ্যালো ইঞ্জিনচালিত ভটভটিকে চাপা দিলে ঘটনাস্থলেই ভটভটির যাত্রী আবুল কালাম (৪২) নিহত হন। আবুল কালাম চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার বামন গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে । 

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজম উদ্দীন বিষয়টি নিশ্চিত করে জানান, আবুল কালাম একজন সরিষা ব্যবসায়ী। সরিষাবোঝাই ভটিভটিতে তিনি বাড়ি যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে।

এদিকে আত্রাই উপজেলার বারনীতলায় ট্রাকচাপায় আহত নাদিম হোসেন (৪০) নামে এক শ্রমিক সোমবার দিবাগত রাতে রাজশাহী মেডিক্যাল (রামেক) কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নাদিম রানীনগর উপজেলার খট্টেস্বর গ্রামের আরিফ হোসেনের ছেলে। 

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, সোমবার দুপুরের দিকে ঘটনাস্থলে বালু নেওয়ার জন্য রাস্তা তেরি করার সময় নাদিমকে একটি ট্রাক চাঁপা দিয়ে পালিয়ে যায়। তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে আত্রাই হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি ঘটলে তাকে রামেক হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে রাত ৯টার দিকে তিনি মারা যান। এই ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে।

আরও পড়ুন

×