ট্রাক-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ২ জনের

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২২ | ০০:৩৩ | আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২২ | ০০:৩৩
সিরাজগঞ্জের রায়গঞ্জে সিমেন্ট বোঝাই ট্রাক ও যাত্রীবাহী ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ইজিবাইকের চালকসহ দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও তিনজন।
বুধবার (২ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৭ টার দিকে উপজেলার হাসিলা রঘুনাথপুরে রায়গঞ্জ-সিরাজগঞ্জ আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সিরাজগঞ্জ সদর থানার নওদা ফুলকোচা গ্রামের গোপিনাথ হালদারের ছেলে ও ইজিবাইক চালক মানিক হালদার (৫০) এবং ইজিবাইকের যাত্রী ও টাঙ্গাইল সদর থানার কাঠুয়া যৌগনী গ্রামের মৃত নব কিশোরের ছেলে দিনেশ কুমার সরকার (৪৫)।
রায়গঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম জানান, সকালে সিরাজগঞ্জ থেকে বগুড়াগামী সিমেন্ট বোঝাই একটি ট্রাক হাসিলা রঘুনাথপুর এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী ব্যাটারিচালিত ইজিবাইকের
মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকের চালক ও এক যাত্রী ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় আহত তিন যাত্রীকে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
ওসি আরও জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। দুর্ঘটনার জন্য দায়ী ট্রাকটি জব্দ করা গেলেও চালক ও হেলপার পালিয়ে গেছে।