ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

কাজের মির্জার ছেলের ওপর হামলার অভিযোগ

কাজের মির্জার ছেলের ওপর হামলার অভিযোগ

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২২ | ১০:২৫ | আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২২ | ১০:২৫

বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার ছেলে মির্জা মাশরুর কাদের তাশিকের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। সংঘাত থামাতে গিয়ে ওসিসহ সাতজন পুলিশ আহত হয়েছে। বুধবার রাত ৮টার দিকে উপজেলার ৬ নম্বর রামপুর ইউনিয়নে এ হামলার ঘটনা ঘটে।

মির্জা তাশিক সমকালকে বলেন, রামপুর ইউনিয়নে মোটর সাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ইকবাল বাহার চৌধুরীর সমর্থনে গণসংযোগ শেষে বামনী বাজারে তারা তাদের প্রার্থীর অফিসে দাঁড়িয়েছিল। এ সময় প্রতিপক্ষ আনারস প্রতীকের প্রার্থী সিরাজিস সালেকিন রিমনের (সেতুমন্ত্রীর ভাগ্নে) নেতৃত্বে একদল সন্ত্রাসী লাঠিসোঠা নিয়ে তাদের ওপর হামলা ও দোকানপাট ভাংচুর করে। এতে তিনি এবং রাব্বি, মিঠু, দেলোয়ার, ফায়েদ, শাকিবসহ ৫০ জন আহত হয়।

হামলার প্রতিবাদে রাতেই বসুরহাট পৌরসভায় বিক্ষোভ মিছিল করে কাদের মির্জার সমর্থিতরা।

সিরাজিস সালেকিন রিমন হামলার অভিযোগ অস্বীকার করে বলেন, এখানে কোথাও হামলার ঘটনা ঘটেনি। রামপুরের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা আনসার উল্যাহকে মারধরের ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করতে এসব অভিযোগ করা হয়েছে।

মোটর সাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ইকবাল বাহার চৌধুরী অভিযোগ করেন, পুলিশ বিনা উস্কানিতে তার সমর্থকদের ওপর ব্যাপক লাঠিচার্জ করে। এতে মির্জা তাশিকসহ অনেক নেতাকর্মী আহত হয়েছে।

কোম্পানীগঞ্জ থানার ওসি সাজ্জাদ রোমন বলেন, সংঘাত থামাতে গিয়ে তিনিসহ সাত পুলিশ সদস্য আহত হয়েছেন। পুলিশের ওপর হামলার ঘটনায় ১৬ জনের নামসহ অজ্ঞাতনামা ১০০-১৫০ জনকে আসামি করে মামলা হয়েছে।

আরও পড়ুন

×