মতলবে সন্তান বিক্রি করা সেই দরিদ্র মা পেলেন উপহার

ছবি: সমকাল
মতলব (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২২ | ১০:৪৩ | আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২২ | ১০:৪৩
চাঁদপুরের মতলবে সন্তান বিক্রি করে হাসপাতালের বিল পরিশোধ করা সেই দরিদ্র মায়ের জন্য উপহারসামগ্রী পাঠিয়েছে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সংস্থা। শনিবার দুপুরে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), চাঁদপুরের পক্ষ থেকে নবজাতক ছেলের জন্য উপহার ও নগদ টাকা দেওয়া হয়। চাঁদপুর পুনাকের সভানেত্রী ডা. আফসানা শর্মী এগুলো তুলে দেন।
এ সময় তিনি বলেন, চাঁদপুরে যতদিন থাকব, এই নবজাতক সন্তানের দেখাশোনা করে যাব। নবজাতকের বাবার জন্য কাজের ব্যবস্থা করে দেব, যাতে এই পরিবার সুখে থাকতে পারে।
এ সময় চাঁদপুর পুনাকের সাধারণ সম্পাদক শাহীনা বেগম, দপ্তর সম্পাদক ইশান আরাফাত ও পুনাক সদস্য সোনিয়া কামাল উপস্থিত ছিলেন।
অন্যদিকে মতলব উত্তর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নবজাতক শিশুর জন্য বিছানাপত্র, কম্বল, শুকনো খাবার ও শিশু পণ্যসামগ্রী দেওয়া হয়। মতলব উত্তর উপজেলা ইউএনও গাজী শরিফুল হাসান জানান, শনিবার বিকেলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ হেদায়েত উল্লাহ দরিদ্র মায়ের হাতে এসব সামগ্রী তুলে দেন।
- বিষয় :
- চাঁদপুর
- মতলব
- সন্তান বিক্রি
- চাঁদপুর পুনাক