চান্দিনায় নৈশপ্রহরীর খণ্ডিত লাশ উদ্ধার

নৈশপ্রহরী নাছির উদ্দিন-ফাইল ছবি
নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা
প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২০ | ০৬:১২ | আপডেট: ১৩ জানুয়ারি ২০২০ | ০৬:২৩
কুমিল্লার চান্দিনায় মো. নাছির উদ্দিন (২৬) নামে এক নৈশপ্রহরীর খণ্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার মাধাইয়া ইউনিয়নের নাওতলা এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত নাছির উপজেলার নাওতলা গ্রামের রবি উল্লার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত নাছির নাওতলা সিনিয়র আলিম মাদ্রাসা পার্শ্ববর্তী বাচ্চু চেয়ারম্যান মার্কেটের নৈশপ্রহরী হিসেবে দায়িত্ব পালন করতেন। রোববার দিবাগত রাতে নাছির তার দায়িত্বপালন করছিলেন। ভোরে নাছিরের বাবা দোকানের সামনে এসে রক্ত দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে চারদিক খুঁজতে গিয়ে মহাসড়কের পাশে নাছিরের খণ্ডিত লাশ দেখতে পান।
পুলিশে খবর দিলে তারা ঘটনাস্থল থেকে রক্তমাখা কম্বলসহ বিভিন্ন আলামত সংগ্রহ করে।
চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল ফয়সল বলেন, খণ্ডিত লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তবে কি কারণে এই ঘটনা ঘটেছে, তা এখনও জানা যায়নি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
দাউদকান্দি সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু সালাম চৌধুরী জানান, তদন্ত শেষ হওয়ার আগে কিছুই বলা যাচ্ছে না। রক্তমাখা কম্বল, শরীরের ছিন্ন-বিচ্ছিন্ন অংশসহ বিভিন্ন আলামত আমরা উদ্ধার করেছি।
- বিষয় :
- কুমিল্লা
- কুপিয়ে হত্যা
- নৈশপ্রহরী