রাজশাহীতে করোনা শনাক্তের হার ২২ দশমিক ২২ শতাংশ

রাজশাহী ব্যুরো
প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২২ | ২১:৫২ | আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২২ | ২১:৫২
গত ২৪ ঘণ্টায় রাজশাহীতে করোনার নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২২ দশমিক ২২ শতাংশ। এদিন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ওয়ার্ডে তিন জন মারা গেছেন। এদের দু’জন করোনা পজিটিভ হয়ে এবং একজন উপসর্গ নিয়ে মারা যান।
বৃহস্পতিবার রামেক হাসপাতাল পরিচালকের পাঠানো প্রতিবেদন থেকে জানা যায়, রামেক হাসপাতালের ল্যাবে বুধবার ৯৩টি নমুনা পরীক্ষায় ২০ জনের পজিটিভ আসে। রামেকের অপর ল্যাবে এদিন রাজশাহীর ১৭৭টি নমুনা পরীক্ষায় ৪০ জনের করোনা পজিটিভ আসে।
রামেক হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি আছেন ৫৮ জন রোগী। এর মধ্যে করোনা পজিটিভ রোগীর সংখ্যা ৪৬ জন।