‘পানির দাম না কমালে আন্দোলন’

মানববন্ধনের একটি চিত্র
রাজশাহী ব্যুরো
প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২২ | ০৯:৩৭ | আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২২ | ০৯:৩৭
চাল, ডাল, তেল ও নিত্যপ্রয়োজনীয় পণ্যসহ ওয়াসার পানির দাম তিনগুণ বৃদ্ধির প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন করেছে মহানগর বিএনপি। শনিবার মালোপাড়া পুলিশ ফাঁড়ির সামনে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে নগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা বলেন, ২০ টাকা কেজির চাল এখন ৬০ টাকা। শুধু চাল নয়, সব ধরনের জিনিসপত্রের দাম নাগালের বাইরে চলে গেছে। পানির অপর নাম জীবন হলেও রাজশাহী ওয়াসা জীবাণুযুক্ত ময়লা পানি সরবরাহ করছে। এর মধ্যে আবার হঠাৎ করে ওয়াসা পানির দাম তিনগুণ বাড়িয়েছে। অবিলম্বে পানির দাম কমানো না হলে আমরা ওয়াসা ঘেরাও করব। প্রয়োজনে হরতাল দেব।
মানববন্ধনে আরও বক্তব্য দেন নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মামুন অর রশীদসহ দলীয় নেতারা।