একদিনের ব্যবধানে বিদ্যুৎস্পর্শে দুই হনুমানের মৃত্যু

কেশবপুর (যশোর) প্রতিনিধি
প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২২ | ০৪:২৬ | আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২২ | ০৪:২৬
যশোরের কেশবপুরে একদিনের ব্যবধানে বিদ্যুৎস্পর্শে দু’টি বিরল প্রজাতির কালোমুখো হনুমানের মৃত্যু হয়েছে। রোববার ও মঙ্গলবার সকালে উপজেলার কোমরপোল গ্রামে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, কেশবপুর থেকে খাদ্যের সন্ধানে একদল হনুমান উপজেলার কোমরপোল গ্রামের বিভিন্ন গাছগাছালিতে বিচরণ করছিল। সকালে একটি হনুমান ওই গ্রামের লুৎফর গাজীর বাড়ির পাশে নারকেল গাছ থেকে অন্য গাছে যাওয়ার সময় পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের তারে বিদ্যুতায়িত হয়ে মারা যায়। এলাকার লোকজন বিষয়টি জানতে পেরে ওই মৃত হনুমানের চারপাশে ভিড় জমায়। এর আগে গত রোববার একই গ্রামে বিদ্যুতের তারে বিদ্যুতায়িত হয়ে আরও একটি কালোমুখো হনুমান মারা যায়। খবর পেয়ে উপজেলা বনকর্মকর্তারা মৃত হনুমান দু’টি উদ্ধার করেছেন।
এ ব্যাপারে উপজেলা বন কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন, বিদ্যুৎ স্পর্শে মারা যাওয়া ওই হনুমান দু’টি উদ্ধার করে মাটিচাপা দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, কয়েকশ বছর ধরে কেশবপুর সদর ও পার্শ্ববতী এলাকা জুড়ে প্রায় পাঁচশ’বিরল প্রজাতির কালোমুখো হনুমান বসবাস করে আসছে। বিভিন্ন সময়ে খাদ্যের সন্ধানে তারা দলছুট হয়ে এলাকা ছেড়ে অন্যত্রও চলে যাচ্ছে। সরকারিভাবে কালোমুখো হনুমানের জন্য যে খাদ্য সহায়তা দেওয়া হয় তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। স্থানীয়দের অভিযোগ, প্রতি বছর ১৫-২০ টি হনুমান বিদ্যুতের তারে বিদ্যুতায়িত হয়ে মারা যাচ্ছে। এ কারণে হনুমান বিচরণ এলাকায় বিদ্যুতের কভার যুক্ত তার দেওয়ার দাবিতে কেশবপুর প্রেসক্লাবের উদ্যোগে দীর্ঘদিন ধরে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়ে আসছে।
- বিষয় :
- যশোর
- কেশবপুর
- হনুমান
- হনুমানের মৃত্যু