খুবিতে র্যাগিং: প্রথম বর্ষের ১৫ শিক্ষার্থীকে নির্যাতন

খুলনা ব্যুরো
প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২২ | ০৯:৪১ | আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২২ | ০৯:৪১
খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) র্যাগিংয়ের শিকার হয়েছেন প্রথম বর্ষের ১৫ শিক্ষার্থী। গত ২২ ফেব্রুয়ারি ক্লাস শুরুর প্রথম দিন থেকেই বাংলা বিভাগের প্রথম বর্ষের প্রায় ১৫ শিক্ষার্থীকে নির্যাতন করা হয়। দ্বিতীয় দিন বিশ্ববিদ্যালয়ের সহকারী ছাত্রবিষয়ক পরিচালকরা মাঠে টহল দেওয়ার সময় হাতেনাতে র্যাগিংয়ের প্রমাণ পান।
সহকারী ছাত্রবিষয়ক পরিচালক তালুকদার রাসেল মাহমুদ বলেন, খেলার মাঠে টহলরত অবস্থায় শিক্ষার্থীদের জটলা দেখে তাদের সঙ্গে কথা বলতে গেলে একজন শিক্ষার্থী কান্নায় ভেঙে পড়েন। পরে শিক্ষার্থীরা তাদের সঙ্গে ঘটে যাওয়া নির্যাতনের বিষয়ে লিখিত দেন। এতে তারা উল্লেখ করেন, বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরুর প্রথম দিনই খেলার মাঠে পরিচিত হওয়া, পরিচয় দিতে শেখানো, আদব-কায়দা শেখানো, খোঁজখবর নেওয়াসহ বিভিন্ন অজুহাতে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা তাদের গালাগাল, লাইব্রেরির ছাদ থেকে ফেলা দেওয়া ও ছাত্রত্ব বাতিলের হুমকি দেন। একজন ছাত্রীকে অশ্রাব্য ভাষায় গালিগালাজও করেন তারা।
প্রথম দিনের ক্লাস শেষে তাদের রাত ৮টা পর্যন্ত দাঁড় করিয়ে রেখে অকথ্য ভাষায় গালাগাল করা হয়। দ্বিতীয় দিনও একই ঘটনা ঘটান দ্বিতীয় বর্ষের বেশ কয়েকজন শিক্ষার্থী।
নাম প্রকাশে অনিচ্ছুক অভিযোগকারী প্রথম বর্ষের এক শিক্ষার্থী বলেন, ঘটনাগুলো আমার কাছে দুঃস্বপ্নের মতো মনে হচ্ছে। বিশ্ববিদ্যালয়ে প্রথম দুই দিনের এমন বাজে অভিজ্ঞতার পরে বাংলা বিভাগে পড়ার ইচ্ছা নষ্ট হয়ে গেছে।
খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক মোহাম্মদ শরীফ হাসান লিমন বলেন, অভিযুক্তদের চিহ্নিত করা হয়েছে। তদন্ত কমিটি গঠন করে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।