ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

মোবাইল ফোনে সম্পর্ক, বিয়ের প্রতিশ্রুতিতে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ

মোবাইল ফোনে সম্পর্ক, বিয়ের প্রতিশ্রুতিতে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ

প্রতীকী ছবি

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২২ | ০৭:৩৮ | আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২২ | ০৭:৩৮

নোয়াখালীর কোম্পানীগঞ্জের এক কলেজছাত্রীর সঙ্গে মোবাইল ফোনে সম্পর্ক করে বিয়ের প্রতিশ্রুতিতে আদমদীঘিতে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে রাজ নামে এক তরুণের বিরুদ্ধে। এ ঘটনায় আজ শনিবার ভুক্তভোগী ছাত্রী বাদী হয়ে আদমদীঘি থানায় রাজের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেছেন।

অভিযুক্ত রাজ আদমদীঘির পান্নার মোড় এলাকার আব্দুল হাকিম ছেলে।

ভুক্তভোগীর মামলা সূত্রে জানা যায়, রাজ দীর্ঘদিন ধরে ওই কলেজছাত্রীর সঙ্গে মোবাইলে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। পরে তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে গত ২৪ ফেব্রুয়ারি সকালে বগুড়া নিয়ে আসে। সারাদিন একটি পার্কে সময় কাটিয়ে ওই ছাত্রীকে রাতে রাজের খালার বাসায় নিয়ে যায়। সেখানে খাবারের সঙ্গে ঘুমের ট্যাবলেট মিশিয়ে অচেতন করে ওই ছাত্রীকে ধর্ষণ করেন রাজ। পরে খবর পেয়ে পুলিশ ওই ছাত্রীকে উদ্ধার করে। তবে রাজ পালিয়ে যায়।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) জালাল উদ্দীন বলেন, মামলা হয়েছে। অভিযুক্তকে ধরতে অভিযান চলছে।

আরও পড়ুন

×