স্ত্রীকে কুপিয়ে হত্যার ১৮ দিনের মাথায় হাজতির মৃত্যু

প্রতীকী ছবি
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২২ | ২২:৫৪ | আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২২ | ২২:৫৪
নরসিংদীতে স্ত্রীকে কুপিয়ে হত্যার ১৮ দিনের মাথায় কারাগারে অভিযুক্ত ফজর আলী ওরফে ফজার মৃত্যু হয়। রোববার নরসিংদী সদর হাসপাতালে এই হাজতির মৃত্যু হয়। তিনি নরসিংদী সদর উপজেলার বালুসাইর গ্রামের জহর আলীর ছেলে।
কারাগার সূত্রে জানা যায়, রোববার সকাল ৯টার দিকে হাজতি ফজর আলী (২৮) জেলখানায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাকে দ্রুত নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হয়। জেল সুপার শফিউল আলম জানান, গত ১২ ফেব্রুয়ারি ফজর আলী নরসিংদী কারাগারে কয়েদি হিসেবে প্রবেশ করে। রোববার সকালে হাসপাতালে তার মৃত্যু হয়।
হাজতি ফজর আলী ওরফে ফজা গত ৯ ফেব্রুয়ারি তার স্ত্রী আছমা আক্তারকে (২৮) বালুসাইর গ্রামের ইটভাটার পাশে কুপিয়ে হত্যা করে। পরে হত্যা মামলায় ১১ ফেব্রুয়ারি তাকে গ্রেপ্তার করে পুলিশ।
নরসিংদী সিভিল সার্জন ডা. নুরুল ইসলাম বলেন, মরদেহে আঘাতের চিহ্ন নেই। এটা স্বাভাবিক মৃত্যু।