ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

যুবলীগ নেতার বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ

যুবলীগ নেতার বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ

প্রতীকী ছবি

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২২ | ২২:৫৯ | আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২২ | ২২:৫৯

আখাউড়ায় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবলীগ নেতার বিরুদ্ধে। অভিযুক্ত শিপন আহম্মদ পৌর যুবলীগের সভাপতি প্রার্থী।

গত শনিবার রাতে ওই গৃহবধূ বাদী হয়ে শিপন আহম্মদকে আসামি করে আখাউড়া থানায় মামলা দায়ের করেন। অভিযুক্ত যুবলীগ নেতার বাড়িতে ওই গৃহবধূ ভাড়া থাকতেন। তার স্বামী অটোরিকশাচালক।

মামলা সূত্রে জানা গেছে, ২৪ ফেব্রুয়ারি ওই গৃহবধূর স্বামীকে কৌশলে বাড়ির পাশে ভাতিজার গায়েহলুদের অনুষ্ঠানে কাজে পাঠিয়ে দেন শিপন। এ সময় ওই গৃহবধূর ছয় মাসের শিশু সন্তান ছাড়া বাড়িতে আর কেউ ছিল না। রাত ৩টার দিকে ওই গৃহবধূর ঘরে ঢুকে তাকে ধর্ষণ করে শিপন। ধর্ষণের বিষয়টি কাউকে জানালে তার সন্তান ও স্বামীকে হত্যার হুমকি দেয় সে।

এ বিষয়ে অভিযুক্ত যুবলীগ নেতা শিপন আহম্মদের ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ থাকায় তার সঙ্গে যোগাযোগ করা যায়নি।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, ওই গৃহবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্তের পর ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×