২ কর্মচারির মারামারি থামাতে গিয়ে ঘুষি লেগে মৃত্যু

রাজশাহী ব্যুরো
প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২০ | ০৭:৪৭
রাজশাহীতে দুই কর্মচারির মারামারি থামাতে গিয়ে ঘুষি লাগার কিছুক্ষণ পর কৌশিক প্রামাণিক মিঠু (৫৫) নামে এক ব্যক্তি প্রাণ হারিয়েছে। তিনি রাজশাহী মহানগর ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক দেবাশীষ প্রামাণিক দেবুর ভাই।
মতিহার থানার ওসি এসএম মাসুদ পারভেজ জানান, নিহত মিঠু অলিম্পিয়া কোম্পানির কর্মকর্তা। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে নগরীর ধরমপুর এলাকায় ওই কোম্পানির গাড়ি চালক রাহুল ও কর্মচারি সজিবুল ইসলামের হাতাহাতি শুরু হয়। এ সময় সজিবুল ইসলাম রাহুলকে ঘুষি মারতে থাকেন। মিঠু তাকে ঠামাতে গেলে তার ডান গালেও একটি ঘুষি মারেন রাহুল। এরপর সেখান থেকে আসার পথে নগরীর তালাইমারিতে এসে রাস্তায় পড়ে যান মিঠু। এতে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার কিছুক্ষণ পরই তিনি মারা যান।
মতিহার থানার ওসি মাসুদ পারভেজ বলেন, এঘটনায় সজিবুলের বিরুদ্ধে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। নিহত মিঠুর শরীরে কোন আঘাতের চিহ্ন নেয়। তবে কান দিয়ে রক্ত বের হওয়ার চিহ্ন রয়েছে। এ ঘটনার পর সজিবুল এলাকা ছেড়ে পালিয়েছেন। পুলিশ তাকে ধরতে অভিযান চালাচ্ছে।
- বিষয় :
- রাজশাহী
- ঘুষি
- ঘুষিতে মৃত্যু