নিখোঁজের চার দিন পর ইয়াবাসহ আটক দেখাল পুলিশ

খুলনা ব্যুরো
প্রকাশ: ০১ অক্টোবর ২০১৯ | ১০:৩১
নিখোঁজের চার দিন পর খুলনা নগরীর টুটপাড়া এলাকার ফয়সাল খানকে ২০০ পিস ইয়াবাসহ আটক দেখিয়েছে পুলিশ।
মঙ্গলবার তাকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
এর আগে গত ২৭ সেপ্টেম্বর ফয়সালকে রূপসার মৌভোগ এলাকা থেকে পুলিশ পরিচয়ে তুলে নেওয়া হয়েছে বলে অভিযোগ করে তার পরিবার।
পরদিন খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে ফয়সালের মা জায়েদা আক্তার ডলি অভিযোগ করেন, লবণচরা থানার এসআই হান্নান মোল্লা ও মিলন মৈত্র ফয়সালকে তুলে নিয়ে গেছে।
তবে মঙ্গলবার দুপুরে লবণচরা থানার ওসি বায়েজিদ আকন সমকালকে বলেন, সোমবার রাতে নগরীর মতিয়াখালী খ্রিষ্টানপাড়া থেকে ২০০ পিস ইয়াবাসহ ফয়সালকে আটক করা হয়। এ ঘটনায় এসআই হান্নান মোল্লা বাদী হয়ে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। জিজ্ঞাসাবাদের জন্য তার ছয় দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে। ফয়সালের বিরুদ্ধে হত্যা, ডাকাতির প্রস্তুতিসহ ১১টি মামলা রয়েছে বলেও জানান তিনি।
ফয়সালের মা জায়েদা আক্তার ডলি বলেন, ছেলে জীবিত রয়েছে, এতেই তিনি খুশি।