ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

ফেসবুকের কল্যাণে বর ও ঘর খুঁজে পেল মুক্তি

ফেসবুকের কল্যাণে বর ও ঘর খুঁজে পেল মুক্তি

বিয়ের অনুষ্ঠানে স্বামী এরশাদ আলীর সঙ্গে মুক্তি, ছবি- সমকাল

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০১ মার্চ ২০২২ | ০৫:২০ | আপডেট: ০১ মার্চ ২০২২ | ০৫:২০

অর্থাভাবে বন্ধ হয়ে গিয়েছিল মুক্তির বিয়ে। শেষ পর্যন্ত অর্থের সঙ্কুলান হলো। মুক্তির বিয়েও হলো। আর তাতে বর ও ঘর উভয়ই খুঁজে পেল সিরাজগঞ্জের এই এতিম ও বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী। আর এর সবই সম্ভব হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের কল্যাণে।

সোমবার রাতে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ফুফুর বাড়িতে মুক্তির বিয়ে সম্পন্ন হয়। মুক্তি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার তেলকুপি গ্রামের মৃত আল মাহমুদের মেয়ে।

মুক্তির চাচা জাহাঙ্গীর হোসেন জানান, ৫ বছর বয়সে মুক্তির বাবা মারা যান। এর কিছুদিন পর মুক্তির মা মুক্তিকে ফেলে আরেকজনকে বিয়ে করে সংসার পাতেন। এতে চরম অসহায় হয়ে পড়ে মুক্তি। এরপর মুক্তিকে লালন-পালন করেন তার দাদি ও চাচা (জাহাঙ্গীর)।

তিনি আরও জানান, মুক্তি জন্মগতভাবে বুদ্ধি প্রতিবন্ধী। কিছুদিন আগে উল্লাপাড়ার ভদ্রকোল কুমারপাড়া গ্রামের আব্দুল খালেকের ছেলে তেল মিল কর্মী এরশাদ আলীর সঙ্গে মুক্তির বিয়ে ঠিক করেন তারা। কিন্তু প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করতে না পারায় বন্ধ হয়ে যায় মুক্তির বিয়ে।

বিষয়টি জানতে পারেন মানবতাবাদী সংগঠন দ্য বার্ড সেফটি হাউজের চেয়ারম্যান ও পরিবেশ কর্মী মামুন বিশ্বাস। এরপর ফেসবুকে বিষয়টি নিয়ে একটি স্ট্যাটাস দেন তিনি। এতে অনেক সহৃদয়বান মানুষ মুক্তির প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেন। তাদের সহযোগিতায় সোমবার রাতে এরশাদ আলীর সঙ্গে মুক্তির বিয়ে সম্পন্ন হয়।

এদিকে মুক্তির বিয়েতে সাহায্যের হাত বাড়িয়ে এগিয়ে আসা সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন মামুন বিশ্বাস। তিনি বলেন, সহৃদয়বান মানুষের সহযোগিতায় মুক্তির বিয়ে দিয়ে একটি মানবিক দায়িত্ব সম্পন্ন করতে পারায় আমি দারুণ খুশি। এ কাজে যারা এগিয়ে এসেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

এর আগেও ফেসবুকের মাধ্যমে অনেক মানবিক কাজ করেছেন জানিয়ে তিনি বলেন, আগামীতেও মানুষের আস্থা ও ভালোবাসা নিয়ে আর্ত মানবতার সেবায় নিজেকে নিয়োজিত করতে চাই।

আরও পড়ুন

×