চাঁপাইনবাবগঞ্জে বিএনপির জনসভায় দুলুকে ঢুকতে না দেয়ার অভিযোগ

বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু (মাঝে)
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০২ মার্চ ২০২২ | ০৩:৪৯ | আপডেট: ০২ মার্চ ২০২২ | ০৩:৪৯
চাঁপাইনবাবগঞ্জে বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে ঢুকতে দেয়নি পুলিশ বলে দলটির পক্ষ থেকে দাবি করা হয়েছে। তবে পুলিশ এ অভিযোগ অস্বীকার করেছে। বুধবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ শহরের দ্বারিয়াপুরে দুলুকে ঢুকতে বাধা দেয় পুলিশ।
জানা যায়, বিএনপি নেতা দুলু দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ এবং ন্যায্যমূল্যে পর্যাপ্ত দ্রব্যসামগ্রী বিক্রির দাবির কর্মসূচিতে যোগ দিতে গিয়েছিলেন। কিন্তু পুলিশি বাধার মুখে ফিরে যেতে হয়েছে।
বিএনপির স্থানীয় নেতারা জানান, বুধবার বেলা ৩টায় শহরের জেলা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশ হওয়ার কথা ছিল বিএনপির। সমাবেশে প্রধান অতিথি ছিলেন রুহুল কুদ্দুস তালুকদার দুলু। সড়ক পথে যাওয়ার সময় বেলা দেড়টার দিকে চাঁপাইনবাবগঞ্জের প্রবেশ পথ দ্বারিয়াপুরে দুলুকে বহনকারী গাড়ি আটকে দেয় পুলিশ। এ সময় অনেক পুলিশ এসে ঘিরে ফেলে। একপর্যায়ে এ নিয়ে দুলুসহ বিএনপির নেতকর্মীদের সঙ্গে পুলিশের কথা কাটাকাটিও হয়। সমাবেশের অনুমতি নেই দাবি করে পুলিশ শেষ পর্যন্ত দুলুকে চাঁপাইনবাবগঞ্জের সীমানায় প্রবেশের আগেই ফেরত পাঠায়।
এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, দেশে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ছে। সাধারণ মানুষ ভোগান্তির শিকার হচ্ছে। এ কারণে চাঁপাইনবাবগঞ্জে একটি প্রতিবাদ সভায় এসেছিলাম। কিন্তু আফসোসের বিষয় সরকার পতনের আন্দোলন তো দূরের কথা, সামান্য পণ্যদ্রব্যের ঊর্ধ্বগতি নিয়ে জনগণের পক্ষে কথা বলতে গিয়ে পুলিশ আমাদের শহরে ঢুকতে দেয়নি। সরকারের ইন্ধনেই পুলিশ সমাবেশে যোগ দিতে বাধা দিয়েছে। সরকার চায় না মানুষ গণতান্ত্রিক পদ্ধতিতে সংগঠিত হোক।
তবে পুলিশের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে চাঁপাইনবাবগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার মাহবুবুল আলম খান জানান, চাঁপাইনবাবগঞ্জের দ্বারিয়াপুরে পুলিশ রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে সমাবেশ করার অনুমতি আছে কিনা জানতে চাইলে উত্তরে তারা অনুমতির না থাকার বিষয়টি স্বীকার করে। এ সময় তাদের নেতা স্থানীয় নেতাকমীদের ওপর ক্ষোভ প্রকাশ করে স্বেচ্ছায় রাজশাহীর উদ্দেশে ফিরে যান। এখানে পুলিশের বাধা দেয়ার প্রশ্নই আসে না।