ছাত্র রাজনীতি আগেও যেমন ছিল ভবিষ্যতে থাকবে: কৃষিমন্ত্রী

সমকাল প্রতিবেদক ও গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ১২ অক্টোবর ২০১৯ | ১০:১৬
কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, বুয়েট ছাত্র আবরার হত্যাকাণ্ড একটি মর্মান্তিক ঘটনা। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দেশের সবচেয়ে মেধাবী ছাত্ররা যে এমন ঘটনা ঘটাবে, সেটি কারও কাম্য নয়। পুরো জাতি এ হত্যার নিন্দা করছে। তাই বলে আইন করে ছাত্র রাজনীতি বন্ধ করা উচিত হবে না। ছাত্র রাজনীতি আগেও ছিল, ভবিষ্যতেও থাকবে।
শনিবার গাজীপুর কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) কেন্দ্রীয় গবেষণা পর্যালোচনা ও কর্মসূচি প্রণয়ন কর্মশালা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বারির কাজী বদরুদ্দোজা মিলনায়তনে মহাপরিচালক ড. আবুল কালাম আযাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী আরও বলেন, পৃথিবীর সব দেশেই ছাত্র রাজনীতি রয়েছে। এমন কি দিল্লি বিশ্ববিদ্যালয়েও ছাত্র রাজনীতি আছে। সেখানেও দলীয় ভিত্তিতে নির্বাচন হয়। ছাত্ররাজনীতি আগেও ছিল, ছাত্ররাজনীতি থাকবে। তবে সেটা হতে হবে স্বচ্ছ-সুন্দর নৈতিক। ছাত্রদের মূল্যবোধের অবক্ষয় যেন না হয়, সেদিকে আমাদের নজর দিতে হবে। তিনি বলেন, ছাত্র রাজনীতির বিপক্ষে আমরা না। এটা মানুষের মৌলিক অধিকার এবং গণতান্ত্রিক চিন্তা-চেতনা জাগ্রত করে। তাই ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা উচিত হবে না।
কৃষিকে বহুমুখীকরণ করার তাগিদ দিয়ে কৃষিমন্ত্রী আরও বলেন, শুধু ধানের ওপর আমাদের নির্ভরশীল হলে চলবে না। কৃষিকে লাভজনক ও বহুমুখীকরণ করতে হবে। কৃষি যদি লাভজনক না হয় চাষীরা চাষ করবে কেন? ধানের দাম অস্বাভাবিকভাবে কম এবং আমরা অনেক চেষ্টা করেও ধানের দাম বাড়াতে পারছি না। এই ধান বিক্রি করে তাদের ছেলেমেয়ের লেখাপড়াসহ সংসারের অন্যান্য খরচ চালাতে হয়। কাজেই কৃষিকে আমাদের বহুমুখীকরণ করতে হবে।
অনুষ্ঠানে কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য কৃষিবিদ আব্দুল মান্নান, কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. নাসিরুজ্জামান, বিএআরআইর প্রতিষ্ঠাতা পরিচালক (অব.) ও এমেরিটাস সায়েন্টিস্ট ড. কাজী এম বদরুদ্দোজা প্রমুখ বক্তব্য দেন।
- বিষয় :
- কৃষিমন্ত্রী
- ড. আব্দুর রাজ্জাক