‘সেন্টমার্টিনে আর কোনো স্থাপনা নয়’

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: ০৩ মার্চ ২০২২ | ১৩:১১ | আপডেট: ০৩ মার্চ ২০২২ | ১৩:১১
সেন্টমার্টিন দ্বীপ আরও সুন্দর করে গড়ে তুলতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১৩ সুপারিশ বাস্তবায়নে কাজ চলছে। বিশ্বব্যাপী পরিচিত দেশের একমাত্র প্রবাল দ্বীপটিকে রক্ষায় নতুন করে আর কোনো হোটেল ও অবকাঠামো করতে দেওয়া হবে না। দ্বীপের পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য সুরক্ষা ও ইকোট্যুরিজম উন্নয়ন কর্মপরিকল্পনাসহ দ্বীপবাসীদের কথা চিন্তা করে এসব পদক্ষেপ নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার সেন্টমার্টিন দ্বীপ ব্যবস্থাপনা ও সমন্বয় কেন্দ্রে ১৩টি সুপারিশ বাস্তবায়নে অংশীজনের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজম। সভা পরিচালনা করেন জেলা প্রশাসক মামুনুর রশিদ।
পরিবেশ অধিদপ্তরের বরাত দিয়ে আলী আজম বলেন, এই দ্বীপে ৯৬০ থেকে এক হাজার ২০০ পর্যটক দ্বীপে ভ্রমণে কাম্য। তবে এখানকার মানুষের জীবিকার কথা ভেবে পর্যটক নির্ধারণ করা হবে। দ্বীপ রক্ষায় প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশনা রয়েছে। সেটি বাস্তবায়নে সংশ্নিষ্টরা কাজ করছেন। দ্বীপে জীববৈচিত্র্য সুরক্ষা, ইকোট্যুরিজম উন্নয়ন এবং নতুন স্থাপনা নির্মাণ বন্ধের বিষয়ে সরকার খুব দ্রুত একটি নীতিমালা তৈরি করবে।