ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

টঙ্গীতে যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যার অভিযোগ

টঙ্গীতে যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যার অভিযোগ

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৪ মার্চ ২০২২ | ০১:২৬ | আপডেট: ০৪ মার্চ ২০২২ | ০১:২৬

গাজীপুরের টঙ্গীতে নিপা আক্তার (২৫) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিপার স্বামী আল-আমীন, শ্বশুর কালাম মিয়া ও দেবর আল-দীনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার রাত ১১ টার দিকে টঙ্গীর পূর্ব দত্তপড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নিপা পুবাইল থানাধীন হায়দ্রাবাদ দক্ষিণ পাড়া এলাকার মো. হাফিজ উদ্দিন মোল্লার মেয়ে।

টঙ্গী পূর্ব থানার ওসি মো. জাবেদ মাসুদ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি আত্মহত্যা। তবে লাশের ময়নাতদন্ত করার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী, শ্বশুর ও দেবরকে থানায় আনা হয়েছে।

নিহতের পরিবার জানায়, দুই বছর আগে পারিবারিকভাবে পূর্ব দত্তপাড়া এলাকার কালাম মিয়ার ছেলে আল-আমীনের সাথে নিপার বিয়ে হয়। বিয়ের সময় তেমন চাওয়া পাওয়া না থাকলেও মেয়ের সুখের কথা চিন্তা করে আসবাবপত্র, নগদ টাকা ও টঙ্গীর একটি ওষুধ প্রস্তুতকারক কারখানায় আল-আমীনের চাকরির ব্যবস্থা করে দেওয়া।

বিয়ের কয়েক মাস পর থেকেই শুরু হয়ে অশান্তি। নানা সময়ে ছোট খাটো আবদার করতেন মেয়ের শ্বশুর বাড়ির লোকেজন। সর্বশেষ কয়েক মাস আগে যৌতুকের টাকা দাবি করেন এবং তার উপর নির্যাতন চালাতে থাকেন।

বৃহস্পতিবার রা‌তে নিপার শ্বশুর মুঠোফোনে তার বাবাকে জানান, তাদের মেয়ে গুরুতর অসুস্থ। এরপর টঙ্গীর স্থানীয় একটি হাসপাতালে গিয়ে নিপার লাশ দেখতে পায় তার পরিবার। এসময় নিপার গলায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল বলে জানায় তার পরিবার।

আরও পড়ুন

×