নিহাদকে নির্যাতনের ঘটনায় ছাত্রলীগের ৭ নেতাকে শোকজ

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ০৪ মার্চ ২০২২ | ১০:২১ | আপডেট: ০৪ মার্চ ২০২২ | ১০:২১
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ওয়ালিদ নিহাদকে নির্যাতনের অভিযোগ ওঠার পর সাত নেতাকে কারণ দর্শানোর চিঠি দিয়েছে শাখা ছাত্রলীগ। শুক্রবার সংগঠনের প্যাডে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম বাবু ও সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাকিব এ কারণ দর্শানোর চিঠি দেন।
নাঈম ছাড়া শোকজ পাওয়া অন্য নেতারা হলেন সমাজবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র পলাশ, নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের হিমেল, ২০১৮-১৯ শিক্ষাবর্ষের লোকপ্রশাসন বিভাগের তুহিন ও ২০১৪-১৫ শিক্ষাবর্ষের মুমিন, ইইই বিভাগের এ্যালেপ সাব্বির এবং অর্থনীতি বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের তানভীর।
৩ মার্চ তারিখের কারণ দর্শানোর নোটিশে ওই ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না তা জানতে চাওয়া হয়েছে। আগামী ৩ কর্মদিবসের সময় তাদের জবাব দিতে বলা হয়েছে।
শাখা ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম বাবু বলেন, নির্যাতনের অভিযোগ আসায় এবং গণমাধ্যমে প্রকাশিত সংবাদের তথ্যের ভিত্তিতে তারা অভিযুক্ত সাতজনকে শোকজ করেছেন। তাদের জবাবে সন্তুষ্ট না হলে কেন্দ্রীয় নেতাদের সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাকিব বলেন, আগামী তিন কার্যদিবসের মধ্যে তাদের জবাব পাওয়ার পর সংগঠনের অবস্থান জানানো হবে।
এ বিষয়ে আন্দোলনকারী শিক্ষার্থী রাশেদ খান বলেন, আমরা প্রশাসনের কাছে বিচার চেয়েছি। ছাত্রলীগ কী করবে বা না করবে সেটা তাদের বিষয়। আমরা প্রশাসনের সিদ্ধান্তের দিকেই তাকিয়ে আছি।