ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

সমকালের নামে চাকরির ভুয়া বিজ্ঞাপন দিয়ে প্রতারণা

সমকালের নামে চাকরির ভুয়া বিজ্ঞাপন দিয়ে প্রতারণা

ভুয়া ওই পেজের প্রতারণামূলক বিজ্ঞাপনের স্ক্রিনশট

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ জুলাই ২০২৫ | ১৩:২৭ | আপডেট: ০৫ জুলাই ২০২৫ | ১৩:৪০

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সমকালের লোগো ব্যবহার করে পেজ খুলে চাকরির ভুয়া বিজ্ঞাপন দিয়ে প্রতারণা করা হচ্ছে। ‘সমকাল পত্রিকা সাংবাদিক নিয়োগ ডিপার্টমেন্ট’ নামের ভুয়া ওই পেজে ‘সারাদেশে সমকাল পত্রিকায় সাংবাদিক প্রয়োজন’ এমন ভুয়া বিজ্ঞপ্তি প্রচার করে প্রতারণা ও জালিয়াতি করা হচ্ছে।

এছাড়াও ওই পেজে সমকালের ভেরিফায়েড ফেসবুক পেজের কনটেন্ট নিয়মিত শেয়ার করাসহ সমকাল কার্যালয়ের ঠিকানা ও পোর্টালের ঠিকানা ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।

২৯ জুন খোলা ওই পেজে ৪ জুলাই দুপুর ২টা ৪৯ মিনিটে দেওয়া পোস্টে নিয়োগের প্রতারণামূলক ওই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়। সেখানে সমকালের আইডি কার্ড, ফিতা, নিয়োগপত্র, মাইক্রোফোন, বাইক স্টিকারসহ বিভিন্ন উপকরণ দেওয়ার কথা বলে বেশ কয়েকটি মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে অর্থ আদায় করছে চক্রটি, যার সঙ্গে সমকালের কোনোপ্রকার সংশ্লিষ্টতা নেই।

সমকালে সাংবাদিক নিয়োগে কখনই কোনোপ্রকার অর্থ নেওয়া হয় না। একইসঙ্গে সমকালে নিয়োগসংক্রান্ত যাবতীয় বিজ্ঞপ্তি সবসময় পত্রিকাটির ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে প্রচার করা হয়।

পেজটির প্রতারণামূলক ওই বিজ্ঞাপনের ফাঁদে কাউকে পা না দেওয়ার জন্য অনুরোধ করা হলো।

আরও পড়ুন

×