নারী দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে সাইকেল র্যালি

কেন্দ্রীয় শহীদ মিনারে সাইকেল র্যালি
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ: ০৭ মার্চ ২০২২ | ২২:২৫ | আপডেট: ০৭ মার্চ ২০২২ | ২২:২৫
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাইকেল র্যালির আয়োজন করা হয়েছে। মঙ্গলবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে এই র্যালির উদ্বোধন করা হয়। বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও বাংলাদেশ ট্যুরিস্ট সাইক্লিস্ট এর আয়োজন করে।
ট্যুরিস্ট সাইক্লিস্টের প্রধান সমন্বয়ক মো. আমিনুল ইসলাম টুববুসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা জাবেদ আহমেদ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পপসংগীত শিল্পী মেহরীন, ব্রেন্ড এন্ড লাইফ হসপিটালের ব্যাবস্থাপক ফকরুল হোসেন, আশিক ফাউন্ডেশনের চেয়ারপারসন সালমা চৌধুরী, বাংলাদেশ সাইকেল লেন বাস্তবায়ন পরিষদের সহসভাপতি দিদার হোসেন পাটোয়ারী, বিডি ক্লিক-এর সাধারণ সম্পাদক আরিফ আহমেদ, মৃক্তিকা সমাজ কল্যাণের সভাপতি খাদিজা খানম, ঢাকা বিশ্ববিদ্যালয় সাইক্লিং ক্লাবের সাধারণ সম্পাদক আলী নেওয়াজ তুষার প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে জাবেদ আহমেদ বলেন, প্রত্যেকটি দিবসের একটা লক্ষ্য থাকে। নারীরা যেন নিজেদের জীবনের সিদ্ধান্ত নিজে নিতে পারে, এটাই এই দিবসের লক্ষ্য। নারীর নিরাপত্তা, নারীর স্বাধীনতা ও নারীর প্রতি ন্যায্যতা- নারী দিবসের মাধ্যমে এই বিষয়গুলো নিশ্চিত হোক।
শিল্পী মেহরীন বলেন, শুধু একটা দিন নয়, ৩৬৫ দিনই যেন হয় নারীদের দিবস। নারীদের নিজেদের সিদ্ধান্ত নিজেদের হাতেই নিতে হবে। এছাড়া পুরুষদেরও নারীদের সহযোগী হয়ে উঠতে হবে।
অনুষ্ঠান শেষে একটি সাইকেল র্যালি বের করা হয়। র্যালিটি শহীদ মিনার থেকে শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, উপাচার্যের বাসভবন, ফুলার রোড হয়ে পুনরায় শহীদ মিনারে এসে শেষ হয়। র্যালিতে অন্তত ৪০ জন সাইক্লিস্ট অংশগ্রহণ করেন।