বাংলাদেশ থেকে ভারতে চিকিৎসা করাতে গিয়ে একজনের মৃত্যু

কলকাতা প্রতিনিধি
প্রকাশ: ১২ অক্টোবর ২০১৯ | ১১:৪০
বাংলাদেশ থেকে ভারতে চিকিৎসা করাতে গিয়ে মারা গেছেন এক রোগী। মৃত ব্যক্তির নাম সুভাষ হালদার (৫৭)। তার বাড়ি নাটোর জেলায়।
মৃতের পরিবারের সদস্য আকাশ সরকার জানিয়েছেন, বাংলাদেশের নাটোরের সিংড়ার চৌ গ্রামের সুনীল হালদারের ছেলে সুভাস হালদার (৫৭) তার শ্বশুর বাড়ি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে গত দুই মাস ধরে থাকতেন। তিনি কলকাতার পিজি হাসপাতালে ক্যান্সারের চিকিৎসা করাতেন। শুক্রবার বেশি অসুস্থ হয়ে পড়লে ভরতপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
মরদেহ ময়নাতদন্তের জন্য শনিবার কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তদন্ত করা হয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ছাড়পত্র পেলে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে বলে জানান আকাশ।