ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

হাইকোর্টে আবেদন খারিজ, সাইফের ১৫ হাজার কোটি রুপির সম্পত্তি কী হবে

হাইকোর্টে আবেদন খারিজ, সাইফের ১৫ হাজার কোটি রুপির সম্পত্তি কী হবে

সাইফ আলি খান

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৫ জুলাই ২০২৫ | ১৭:০৬ | আপডেট: ০৫ জুলাই ২০২৫ | ১৭:৩০

২০২৫ সালটা একেবারেই ভালো যাচ্ছে না অভিনেতা সাইফ আলি খানের। বছরের শুরুতেই নিজের বাড়িতে হামলার শিকার হতে হয়েছিল তাকে। সেই ঘটনার পর খুব একটা বাইরে দেখা যায়নি তাকে। এসবের মাঝে জামি সংক্রান্ত সমস্যায় পড়লো অভিনেতার পরিবার। এবার পতৌদি পরিবারের ১৫ হাজার কোটি রুপির সম্পত্তির উত্তরাধিকার নিয়ে সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে সাইফের করা আবেদন খারিজ করে দিল মধ্যপ্রদেশ হাইকোর্ট। ফলে ভারতের মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে সাইফ আলী খানের পৈতৃক সম্পত্তি হাতছাড়া হওয়ার মুখে।

ভারতীয় একাধিক গণমাধ্যমে বলা হয়েছে, ২০১৪ সালে ভোপালের খান পরিবারের সম্পত্তি ‘শত্রু সম্পত্তি’ বলে ঘোষণা করা হয়। পরের বছর মুম্বাইয়ে অবস্থিত ‘শত্রু সম্পত্তি’ সংক্রান্ত দপ্তরের পক্ষ থেকে ঘোষণা করা হয় ভোপালের নবাবের জমি সরকারি সম্পত্তি। এরপরই পতৌদি পরিবার আইনের দ্বারস্থ হয়ে দাবি করে, ভোপাল ও রাইসেনে অবস্থিত ফ্ল্যাগ স্টাফহাউস, আহমেদাবাদ প্যালেস থেকে রাইসেনের কোঠি ও কোঠি সংলগ্ন জঙ্গল ইত্যাদি সবই তাদের সম্পত্তি। কিন্তু এবার শত্রু সম্পত্তি আইনে সবই হাতছাড়া হতে চলেছে তাদের।

২০১৫ সালে ওই সম্পত্তি অধিগ্রহণের সিদ্ধান্তে স্থগিতাদেশ দেওয়া হয়েছিল। কিন্তু সম্প্রতি সেই রাজ্যের হাইকোর্ট তা তুলে নেয়। এবার সাইফের আবেদন খারিজ করে দিল উচ্চ আদালত।

হামিদুল্লাহ খান ১৯২৬ থেকে ১৯৪৯ পর্যন্ত ভোপালের শাসক ছিলেন। ১৯৪৯ সালে চুক্তির মাধ্যমে তিনি ভোপালকে ভারতের সঙ্গে যুক্ত করেন।

১৯৫৫ সালের রাজস্ব নথি অনুযায়ী, সরকার ৫ হাজার ৭৯৬ একর জমি নবাবের ব্যক্তিগত সম্পত্তি হিসেবে স্বীকৃতি দেয়। এর মধ্যে রয়েছে ৮৩০ একর ফেরদৌস ফার্মস, ৩ হাজার ৮৭ একরের চিকলোড রিট্রিট, ৩৬ একরের রিজওয়ান ফার্মস ও শুটিং রেঞ্জ।

হামিদুল্লাহ খানের তিন মেয়ে। আবিদা সুলতান, সাজিদা সুলতান ও রাবিয়া সুলতান। বড় মেয়ে আবিদা ১৯৫০ সালে বিয়ে করে পাকিস্তান চলে যান। তখন নবাবের উত্তরাধিকারীর স্বীকৃতি দেওয়া হয় মেজ মেয়ে সাজিদাকে। সাজিদা বিয়ে করেছিলেন হরিয়ানার পতৌদির নবাব ইফতিখার আলী খান পতৌদিকে। ইফতিখারের ছেলে ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মনসুর আলী খান পতৌদি। মনসুর ও শর্মিলা ঠাকুরের সন্তান সাইফ, অর্থাৎ সাইফ হলেন হামিদুল্লাহ খানের প্রপৌত্র।

আবেদন খারিজ হয়ে যাওয়ার পর সাইফের প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সূত্র: সংবাদ প্রতিদিন।

আরও পড়ুন

×