ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

অভিনয়ে নিজেকে ভাঙার মিশনে সামিরা খান মাহি

অভিনয়ে নিজেকে ভাঙার মিশনে সামিরা খান মাহি

সামিরা খান মাহি। ছবি: ফেসবুক

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০৫ জুলাই ২০২৫ | ১৯:৩৯ | আপডেট: ০৫ জুলাই ২০২৫ | ১৯:৪১

পরিণত অভিনয়শিল্পী হয়ে ওঠার আকাঙ্ক্ষায় বিনোদন দুনিয়ায় নিরলস কাজ করে যাচ্ছেন সামিরা খান মাহি। সেই ভাবনা থেকে এবার নেমেছেন অভিনয়ে নিজেকে ভাঙার মিশনে। যার আভাস পাওয়া গেল সাম্প্রতিক সময়ে তাঁর অভিনীত নাটকগুলোয়। যার মধ্যে ‘আদরে রেখো’ নাটকে মাহিকে দেখা গেছে এক জেদি নারীর ভূমিকায়। যে কিছুতেই মা হতে চায় না। এ নিয়ে স্বামীর সঙ্গে বিয়েবিচ্ছেদেও আপত্তি নেই তার। এর পরও ঘটনাচক্রে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। যার সূত্র ধরে ঘটতে থাকে নানা ঘটনা।

এমনই কাহিনি নিয়ে নির্মিত ‘আদরে রেখো’ নাটকটি পরিচালনা করেছেন সজীব খান। এতে মাহির বিপরীতে অভিনয় করেছেন আরশ খান। বিভিন্ন চরিত্রে আরও আছেন মিলি বাশার, আশরাফুল আলম সোহাগ, আনোয়ার শাহী প্রমুখ। সম্প্রতি গ্লোবাল টিভির ইউটিউব চ্যানেলে নাটকটি প্রকাশ করা হয়েছে।

এর পাশাপাশি আর্ক ফিল্মসের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হাস্যরসাত্মক গল্পের নাটক ‘মেমোরি লস’ মাহিকে দেখা গেছে সৌন্দর্য সচেতন ও খুঁতখুঁতে স্বভাবের এক তরুণীর চরিত্রে। ইমরাউল রাফাতের পরিচালনায় এ নাটকে মাহির বিপরীতে অভিনয় করেছেন নিলয় আলমগীর। কাছাকাছি সময়ে বাংলাভিশন ড্রামা মুক্তি দিয়েছেন এই অভিনেত্রীর আরেকটি নাটক ‘খাঁটি প্রেমিক’।

এতে মাহি অভিনয় করেছেন সুজানা নামের এক প্রবাসী তরুণীর চরিত্রে। যে শুরুতে বাংলাদেশি ছেলেকে বিয়ে করতে চাইলেও সিরাজ নামের এক তরুণের সঙ্গে পরিচয় হওয়ার পর বদলে ফেলে নিজের সিদ্ধান্ত। এই নাটকেও তাঁর সহশিল্পী হিসেবে আছেন নিলয় আলমগীর। নাটকটি পরিচালনা করেছেন মহিন খান। 

এর বাইরে নির্মাতা পথিক সাধনের ‘হারিয়ে খুঁজি’, সকাল আহমেদের ‘কখনো কখনো’ এবং মজুমদার শিমুলের ‘হিটার’ নাটক তিনটিতে আনকোরা তিন চরিত্রে দেখা মিলেছে মাহির। যা নিয়ে সাড়াও পাচ্ছেন এই অভিনেত্রী।

সামিরা খান মাহি জানান, পরিণত শিল্পী হয়ে হঠার বাসনা থেকে গল্প, চরিত্র বাছাই করে কাজ করে যাচ্ছেন তিনি। চেষ্টা করে যাচ্ছেন প্রতিনিয়ত নিজেকে নতুনরূপে পর্দায় তুলে ধরার।

আরও পড়ুন

×