নাগরিক সংলাপে বদিউল আলম
মৌলিক সংস্কার না হলে স্বৈরাচারী কাঠামো বিরাজমান থাকবে

জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৫ জুলাই ২০২৫ | ২৩:৫২
সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক ও জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার বলেছেন, রাষ্ট্র ব্যবস্থার মৌলিক সংস্কারগুলো না হলে স্বৈরাচারী কাঠামো বিরাজমান থাকবে। এতে আবারও স্বৈরাচারের প্রত্যাবর্তনের আশংকা থেকে যাবে।
শনিবার নারায়ণগঞ্জ শহরের একটি রেস্তোরাঁয় সুজন আয়োজিত ‘জাতীয় সনদ ও নাগরিক প্রত্যাশা’ শীর্ষক নাগরিক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
গত বছর আগস্টে গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর অন্তর্বর্তী সরকার কয়েকটি সংস্কার কমিশন গঠন করে। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম আরও বলেন, ‘নির্বাচনই একমাত্র সমাধান নয়। কারণ আমাদের স্বৈরাচার বিতাড়িত হয়েছে কিন্তু স্বৈরাচারী ব্যবস্থা এখনও বহাল আছে। যে সাংবিধানিক কাঠামো, আইন-কানুন, প্রতিষ্ঠান শেখ হাসিনাকে দানবে পরিণত করেছে সেগুলো এখনও বিরাজমান। এগুলোতে পরিবর্তন না আনা হলে আবারও স্বৈরাচারের পুনরাবৃত্তি হতে পারে ।’
তিনি বলেন, নির্বাচন অবশ্যই হতে হবে। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দ্রুত হতে হবে। কিন্তু নির্বাচনের পাশাপাশি কতগুলো সংস্কার ও পরিবর্তনও দরকার।
সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনটির নারায়ণগঞ্জ জেলা কমিটির যুগ্ম সম্পাদক আশরাফুল হক। এছাড়া বক্তব্য দেন সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি, আমরা নারায়ণগঞ্জবাসী’র সভাপতি মো. নূরউদ্দিন প্রমুখ। সংলাপে নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ ও নরসিংদী জেলার নাগরিক প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
- বিষয় :
- নির্বাচন
- সংস্কার
- সুজন
- নারায়ণগঞ্জ