ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

শ্রীলঙ্কার জালে বাংলাদেশের ১৩ গোল

শ্রীলঙ্কার জালে বাংলাদেশের ১৩ গোল

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৫ জুলাই ২০২৫ | ২০:১০ | আপডেট: ০৫ জুলাই ২০২৫ | ২০:১১

অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকিতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে বাংলাদেশের ছেলে ও মেয়েরা। ছেলেদের বিভাগে শ্রীলঙ্কাকে ১৩-০ গোলের বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়েছে লাল-সবুজের যুবারা।

চীনের দাজু হকি ট্রেইনিং সেন্টারে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ চারটি গোল করেছেন মোহাম্মদ আব্দুল্লাহ। তিনটি গোল করেছেন ইসমাইল হোসেন। দ্বীন ইসলাম ও সাজেদুল দুটি করে এবং বিশাল আহমেদ ও মোহাম্মদ মেহেদী একটি করে গোল করে বড় জয়ে অবদান রাখেন। এর আগে হংকংয়ের বিপক্ষেও জয় পেয়েছিল বাংলাদেশ।

এদিকে, প্রথমবারের মতো এশিয়া কাপ খেলতে আসা বাংলাদেশের অনূর্ধ্ব-১৮ মেয়েরা দ্বিতীয় ম্যাচে পেয়েছে প্রথম জয়। প্রথম ম্যাচে জাপানের কাছে হারের পর উজবেকিস্তানকে ৩-০ গোলে হারিয়ে জয়ে ফিরেছে তারা। এই ম্যাচে কনা আক্তার জোড়া গোল করেন। অপর গোলটি এসেছে আইরিন রিয়ার স্টিক থেকে।

আরও পড়ুন

×