বাংলাদেশ থেকে পরিচ্ছন্নতা কর্মীসহ দক্ষ-অদক্ষ শ্রমিক নেবে বুখারেস্ট

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৩ মার্চ ২০২২ | ০৭:৫৭ | আপডেট: ১৩ মার্চ ২০২২ | ০৭:৫৭
বাংলাদেশ থেকে পরিচ্ছন্নতা কর্মীসহ দক্ষ-অদক্ষ শ্রমিক নিতে আগ্রহ প্রকাশ করেছেন রোমানিয়ার রাজধানী বুখারেস্টের (থার্ড ডিস্ট্রিক) মেয়র রবার্ট সোরিন নেগোইতা। রোববার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নগরভবনে মেয়র কার্যালয়ে সংস্থার মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ আগ্রহ প্রকাশ করেন।
এর আগে গত শনিবার রাতে বুখারেস্টের মেয়রের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকায় আসেন। রবিবার সকালে ধানমন্ডি-৩২ নম্বরে তিনি ও তার সফর সঙ্গীরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। বুখারেস্টের মেয়র বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন ও পরিদর্শন বইয়ে মন্তব্য লেখেন। আগামী ১৭ মার্চ পর্যন্ত বুখারেস্টের মেয়র বাংলাদেশে অবস্থান করবেন বলে জানা গেছে।