ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

'পদ্মশ্রী' গ্রহণ করলেন সনজীদা খাতুন

'পদ্মশ্রী' গ্রহণ করলেন সনজীদা খাতুন

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৯ মার্চ ২০২২ | ১০:২১ | আপডেট: ২৯ মার্চ ২০২২ | ১০:৩২

ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের পক্ষে ড. সনজীদা খাতুনকে পদ্মশ্রী পুরস্কার হস্তান্তর করেছেন ভারতীয় হাই কমিশনার শ্রী বিক্রম কুমার দোরাইস্বামী। মঙ্গলবার এই পুরস্কার হস্তান্তর করা হয়। 

শিল্পকলায় অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ড. সনজীদা খাতুনকে এই পুরষ্কার দেওয়া হয়েছে। স্বাস্থ্যসংক্রান্ত কারণে গত বছরের ২১ নভেম্বর তিনি ভারতে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নিতে পারেননি। 

ড. সনজীদা খাতুন একজন বিশিষ্ট সঙ্গীতজ্ঞ এবং মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ মুক্তিসংগ্রামী শিল্পী সংস্থার অন্যতম প্রধান প্রতিষ্ঠাতা। 

তিনি ১৯৬০-এর শুরুর দিকে বাঙালি সংস্কৃতির প্রতি নিবেদিত প্রতিষ্ঠান ছায়ানটেরও অন্যতম প্রতিষ্ঠাতা। তার তত্ত্বাবধানে ছায়ানট এখন একটি বিশ্বখ্যাত প্রতিষ্ঠান। যা শাস্ত্রীয় সঙ্গীত ও নৃত্যের প্রসারে কাজ করছে।

আরও পড়ুন

×