কুয়েটে ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ স্মরণিকার মোড়ক উন্মোচন

মোড়ক উন্মোচন অনুষ্ঠানের একটি চিত্র
খুলনা ব্যুরো
প্রকাশ: ৩১ মার্চ ২০২২ | ০৩:৫২ | আপডেট: ৩১ মার্চ ২০২২ | ০৩:৫২
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উপলক্ষ্যে ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ নামের স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে প্রধান অতিথি হয়ে উপস্থিত থেকে মোড়ক উন্মোচন করেন উপাচার্য অধ্যাপক ড. কাজী সাজ্জাদ হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘মুজিববর্ষে আমরা একান্তভাবে প্রত্যাশা করছি আমাদের ব্যক্তিগত ও জাতীয় জীবনের সর্বক্ষেত্রে বঙ্গবন্ধুর নীতি-আদর্শ-ত্যাগ-তিতিক্ষার প্রতিফলন ঘটুক, তাহলেই তার জন্মশতবার্ষিকীর সকল কর্মসূচি সফল হবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. কে এম আজহারুল হাসান, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মিহির রঞ্জন হালদার, বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রকৌশলী মো. আনিছুর রহমান ভূঞা, ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. ইসমাঈল সাইফুল্যাহ, মুজিববর্ষ উদযাপন এর প্রকাশনা ও মুদ্রণ উপ-কমিটির সভাপতি অধ্যাপক ড. সজল কুমার অধিকারী।
এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।