ফ্লাইট সেফটি ট্রফি বিতরণ করলেন বিমান বাহিনী প্রধান

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২২ | ১০:০৮ | আপডেট: ০৭ এপ্রিল ২০২২ | ১৫:১৭
বাংলাদেশ বিমান বাহিনীর কমান্ড সেফটি সেমিনার-২০২২ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসের ফ্যালকন হলে এই সেমিনার অনুষ্ঠিত হয়। এতে বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল শেখ আবদুল হান্নান চেয়ারম্যান হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন এবং ফ্লাইট সেফটি ট্রফি বিতরণ করেন।
বিমান বাহিনী প্রধান তার বক্তব্যে ২০২১ সালে ২৮ হাজার ৬৭৮ নিরাপদ উড্ডয়ন ঘন্টা অর্জন করায় বাহিনীর সদস্যদের প্রশংসা করেন। এটি এক বছরে কোভিড-১৯ মহামারী পরিস্থিতি সত্ত্বেও বিমান বাহিনীর ইতিহাসে সর্বোচ্চ উড্ডয়ন ঘন্টা।
তিনি বলেন, ২০২১ সাল বিমান বাহিনীর অপারেশনাল কার্যক্রমে পরিপূর্ণ ছিল। বাংলাদেশ ও বিমান বাহিনীর সুবর্ণ জয়ন্তী এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে "৫০", "১০০" ও "১০১" ফর্মেশনে ফ্লাইপাস্ট করেছে বিমান বাহিনী। এ ছাড়াও দেশে-বিদেশে বিভিন্ন ধরনের অপারেশনাল কার্যক্রমের জন্য তিনি বিমান বাহিনীর সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানান।
বিমান বাহিনী প্রধান বলেন, বিমান বাহিনী সার্বিকভাবে বিমান পরিচালনায় অ্যানালগ থেকে ডিজিটাল ব্যবস্থায় উত্তরণ হয়েছে। তাই উড্ডয়ন নিরাপত্তার ক্ষেত্রে আপোষহীন মান অর্জনের লক্ষ্যে মানসম্পন্ন প্রশিক্ষণের বিকল্প নেই। আজকের এই সেমিনার নিরাপত্তা সচেতনতাকে আরও জোরদার করে আমাদের উড্ডয়ন কার্যক্রমের পরিবেশকে আরও নিরাপদ করবে। "সম্মিলিত প্রয়াস" নিরাপদ উড্ডয়নের চাবিকাঠি। পূর্বের দুর্ঘটনাগুলো থেকে শিক্ষা গ্রহণের মাধ্যমেই বিভিন্ন দুর্ঘটনার পুনরাবৃত্তি রোধ ও "নিরাপত্তা সংস্কৃতি" বিকাশ সম্ভব।
২০২১ সালে সর্বাধিক নিরাপদ উড্ডয়ন ঘন্টা অর্জনের জন্য বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বাশার 'আন্তঃঘাঁটি ফ্লাইট সেফটি ট্রফি' এবং ১৫ নম্বর স্কোয়াড্রনকে 'আন্তঃস্কোয়াড্রন খাদেমুল বাশার ফ্লাইট সেফটি ট্রফি' প্রদান করা হয়। এ ছাড়াও ২০২১ সালে দুর্ঘটনামুক্ত উড্ডয়নের জন্য ১, ৩, ৮, ৯, ১৫, ১৮, ২৫, ৩১ ও ৩৫ নম্বর স্কোয়াড্রন, এফআইএস, ১০৩ এটিটিইউ, বিএএন এভিএনকে 'এপিডেন্ট ফ্রি ইয়ার অ্যাওয়ার্ড' প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিমান সদর ও বিমান বাহিনীর ঘাঁটি বাশার এবং বঙ্গবন্ধুর ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিমানসেনারা উপস্থিত ছিলেন। বাহিনীর অন্যান্য ঘাঁটিগুলোর সদস্যরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যোগ দেন।