ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

এবার জনপ্রতি ফিতরা সর্বোচ্চ ২৩১০, সর্বনিম্ন ৭৫ টাকা

এবার জনপ্রতি ফিতরা সর্বোচ্চ ২৩১০, সর্বনিম্ন ৭৫ টাকা

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২২ | ০০:৩৩ | আপডেট: ০৯ এপ্রিল ২০২২ | ০১:৪৯

এবার জনপ্রতি ফিতরা সর্বোচ্চ ২৩১০, সর্বনিম্ন ৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে। শনিবার রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় সাদাকাতুল ফিতর নির্ধারণ কমিটির সভায় এই হার নির্ধারণ করা হয়।  

সভায় সভাপতিত্ব করেন জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভাপতি ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ রুহুল আমিন।

গত বছরও সর্বোচ্চ ফিতরা ছিল ২৩১০ টাকা, সর্বনিম্ন ফিতরা ছিল ৭০ টাকা। 

নিসাব পরিমাণ মালের মালিক হলে মুসলমান নারী-পুরুষের সাদাকাতুল ফিতর আদায় করা ওয়াজিব। ঈদের নামাজে যাওয়ার আগেই ফিতরা আদায় করতে হয়।

আরও পড়ুন

×