ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

শুভেচ্ছা সফরে ভারত গেল কোস্টগার্ড জাহাজ 'কামরুজ্জামান'

শুভেচ্ছা সফরে ভারত গেল কোস্টগার্ড জাহাজ 'কামরুজ্জামান'

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২২ | ০৭:৫২ | আপডেট: ০৯ এপ্রিল ২০২২ | ০৭:৫২

বাংলাদেশ কোস্টগার্ড জাহাজ 'কামরুজ্জামান' 'ন্যাশনাল লেভেল পলিউশন রেসপন্স এপারসাইজ' এ অংশ নিতে ভারতের উদ্দেশে যাত্রা শুরু করেছে।

শনিবার দুপুরে বিসিজি বার্থ মংলা থেকে জাহাজটি ভারতের গোয়ার উদ্দেশে ছেড়ে যায়। যাত্রাপথে জাহাজটির ভারতের চেন্নাই এবং শ্রীলংকার কলম্বো বন্দরে শুভেচ্ছা সফর করার কথা রয়েছে।

কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার খন্দকার মুনিফ তকি জানান, শুভেচ্ছা সফরে থাকা জাহাজ 'কামরুজ্জামান' এর অধিনায়ক হিসেবে রয়েছেন ক্যাপ্টেন এম কিবরিয়া হক। তার নেতৃত্বে ১৫ জন কর্মকর্তা, ১০৬ জন নাবিক এবং ৮ জন অসামরিক ব্যক্তি রয়েছেন।

জাহাজটি মংলা ছাড়ার সময়ে কোস্টগার্ড পশ্চিম জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ মোসায়েদ হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়াও জাহাজে কর্মরত সব কর্মকর্তা এবং নাবিকদের পরিবারের সদস্যরা উপস্থিত থেকে প্রিয়জনদের বিদায় জানান।

কোস্ট গার্ডের এই কর্মকর্তা আরও জানান, জাহাজটি সফর শেষে ৩০ এপ্রিল মংলায় ফিরে আসবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন

×