এবার সর্বনিম্ন ফিতরা ৭৫, সর্বোচ্চ ২৩১০ টাকা

প্রতীকী ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২২ | ০৯:৫১ | আপডেট: ০৯ এপ্রিল ২০২২ | ০৯:৫১
চলতি বছরে ঈদুল ফিতরে জনপ্রতি সর্বনিম্ন ফিতরা ৭৫ টাকা এবং সর্বোচ্চ দুই হাজার ৩১০ টাকা নির্ধারণ করা হয়েছে। শনিবার বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। সভার সভাপতি বায়তুল মোকাররমের খতিব মাওলানা রুহুল আমিন পরে ফিতরার হার ঘোষণা করেন।
ইসলামী শরিয়ত মতে গম, আটা, যব, কিশমিশ, খেজুর ও পনির ইত্যাদি পণ্যের যে কোনো একটি অথবা দাম দানের মাধ্যমে ফিতরা আদায় করা যায়। গম বা আটা দিয়ে ফিতরা আদায় করলে এক কেজি ৬৫০ গ্রাম বা এর বাজারমূল্য ৭৫ টাকা দান করতে হবে। যব দিয়ে আদায় করলে তিন কেজি ৩০০ গ্রাম বা তার বাজারমূল্য ৩০০ টাকা, কিশমিশ দিয়ে আদায় করলে তিন কেজি ৩০০ গ্রাম বা তার বাজারমূল্য এক হাজার ৪২০ টাকা, খেজুর দিয়ে আদায় করলে তিন কেজি ৩০০ গ্রাম বা তার বাজারমূল্য এক হাজার ৬৫০ টাকা, পনির দিয়ে আদায় করলে তিন কেজি ৩০০ গ্রাম বা তার দুই হাজার ৩১০ টাকা ফিতরা দিতে হবে।
খতিব রুহল আমিন বলেন, সাড়ে ৭ তোলা স্বর্ণ বা সাড়ে ৫২ তোলা রুপার সমপরিমাণ সম্পদের মালিক হলে ফিতরা দেওয়া ওয়াজিব হয়। ঈদের নামাজে যাওয়ার আগেই তা গরিবদের দান করতে হবে।
শনিবারের সভায় অংশ নেন মাওলানা আবদুর রাজ্জাক, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক আনিছুর রহমান সরকার, মুফতি মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ, মুহাদ্দিস মুফতি ওয়ালিয়ুর রহমান খান, মুফাসসির মুহাম্মদ আবু সালেহ পাটোয়ারী প্রমুখ।
- বিষয় :
- ঈদুল ফিতর
- ফিতরা
- ফিতরার হার