ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

সিটি কর্পোরেশনকে নিজের আয়ে চলার নির্দেশ প্রধানমন্ত্রীর

সিটি কর্পোরেশনকে নিজের আয়ে চলার নির্দেশ প্রধানমন্ত্রীর

একনেক সভার ফাইল ছবি/ পিআইডি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২২ | ০৬:০৮ | আপডেট: ১৯ এপ্রিল ২০২২ | ০৬:০৮

দেশের সিটি কর্পোরেশনগুলোকে নিজের আয়ে চলার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে বলেছেন আয় বুঝে ব্যয় করতে। আজ মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় তিনি এ নির্দেশনা দেন।

গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলনকক্ষের সঙ্গে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী বৈঠকে সভাপতিত্ব করেন। সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম প্রধানমন্ত্রীর নির্দেশনা তুলে ধরেন।

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন, রাজশাহী সিটি কর্পোরেশন, সিলেট সিটি কর্পোরেশন, খুলনা সিটি কর্পোরেশন, বরিশাল সিটি কর্পোরেশন, রংপুর সিটি কর্পোরেশন, ময়মনসিংহ সিটি কর্পোরেশন, গাজীপুর সিটি কর্পোরেশন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও কুমিল্লা সিটি কর্পোরেশনকে নিজেদের আয়ে চলতে বলেছেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন

×