সাগরে ৩ নম্বর সংকেত, জুলাইয়ে স্বাভাবিক বৃষ্টির পূর্বাভাস

ছবি: ফাইল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৩ জুলাই ২০২৫ | ২২:৪১
সাগরে সৃষ্ট লঘুচাপের কারণে দেশের চারটি সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। আগামী এক সপ্তাহ দেশের বিভিন্ন জেলায় থেমে থেমে বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি আবহাওয়া অধিদপ্তর বলছে, জুলাই মাসজুড়ে দেশে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। এক থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। একটি মৌসুমি নিম্নচাপেও রূপ নিতে পারে। এ মাসে এক থেকে দুটি মৃদু তাপপ্রবাহও বয়ে যেতে পারে।
আজ বৃহস্পতিবার আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। পাশাপাশি খুলনা, বরিশাল, নোয়াখালীসহ উপকূলীয় নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, সাগরে লঘুচাপের কারণে উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার পাশাপাশি বৃষ্টিপাত বাড়তে পারে।
এদিকে, গত জুন মাসে দেশে স্বাভাবিকের চেয়ে ১৯ দশমিক ৩ শতাংশ কম বৃষ্টি হয়েছে। সবচেয়ে কম বৃষ্টি হয়েছে সিলেট বিভাগে, যা স্বাভাবিকের চেয়ে ৪৯ শতাংশ কম। ঢাকায় হয়েছে ৩৩ শতাংশ কম বৃষ্টি। খুলনা ও বরিশাল ছাড়া বাকি ছয়টি বিভাগেই বৃষ্টির পরিমাণ স্বাভাবিকের নিচে ছিল। আষাঢ় মাসের অর্ধেক সময়জুড়ে কম বৃষ্টিপাতকে বর্ষার স্বাভাবিক ধারায় পরিবর্তন হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। তবে আবহাওয়া অধিদপ্তর বলছে, জুলাই মাসজুড়ে দেশে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে।
- বিষয় :
- পূর্বাভাস
- আবহাওয়া অধিদপ্তর