বদলে গেল বিশ্ব প্রতিবন্ধী দিবস

ছবি: প্রতীকী
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৪ জুলাই ২০২৫ | ০২:১৪
‘বিশ্ব প্রতিবন্ধী দিবস’ ১৫ মার্চের পরিবর্তে ৩ ডিসেম্বর ঘোষণার প্রস্তাব অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বিশ্ব প্রতিবন্ধী দিবস ও জাতীয় প্রতিবন্ধী দিবসকে ‘খ’ শ্রেণির দিবস হিসেবে তালিকাভুক্ত এবং ২ এপ্রিলকে ‘বিশ্ব অটিজম সচেতনতা দিবস’ হিসেবে ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের ৩২তম বৈঠকে এই প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
এ ছাড়া বৈঠকে পারমাণবিক জ্বালানি এবং তেজস্ক্রিয় বর্জ্য ব্যবস্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির ‘জয়েন্ট কনভেনশন অন দ্য সেফটি অব স্পেন্ট ফুয়েল ম্যানেজমেন্ট অ্যান্ড দ্য সেফটি অব রেডিওঅ্যাকটিভ ওয়েস্ট ম্যানেজমেন্ট’-এ সইয়ের প্রস্তাব অনুমোদন করা হয়। আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অংশগ্রহণ নিশ্চিত করতে ওআইসি লেবার সেন্টারের সংবিধিতে সইয়ের প্রস্তাবও অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।
- বিষয় :
- দিবস