নারী কৃষকের ক্ষমতায়ন ব্র্যাককে সহায়তা দিচ্ছে রকফেলার ফাউন্ডেশন

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৪ জুলাই ২০২৫ | ০৬:০১
বাংলাদেশ, লাইবেরিয়া, তানজানিয়া ও উগান্ডার ৩০ লাখ প্রান্তিক নারী কৃষকের ক্ষমতায়নে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাককে ৩ লাখ মার্কিন ডলার বা ৩ কোটি ৬৮ লাখ টাকা সহায়তা দিচ্ছে দ্য রকফেলার ফাউন্ডেশন। গতকাল বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে ব্র্যাকের মিডিয়া রিলেশনস কমিউনিকেশনস লিড গোলাম কিবরিয়া এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ক্রমবর্ধমান বৈরী আবহাওয়ার প্রভাব মোকাবিলায় ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য ফলপ্রসূ কার্যক্রম নিশ্চিত করতে এ অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে রকফেলার ফাউন্ডেশন। এই অর্থ ব্যবহার করে ব্র্যাক একটি নতুন উদ্যোগের পরিকল্পনা এবং তা বাস্তবায়ন করবে। যার মাধ্যমে ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ, লাইবেরিয়া, তানজানিয়া ও উগান্ডার ৩০ লাখ প্রান্তিক নারী কৃষক ও তাদের পরিবারকে স্বনির্ভর করে তোলা হবে।
প্রথম ধাপে পরীক্ষামূলক বাংলাদেশের উপকূলীয় ও খরাপ্রবণ এলাকায় চালু করা হবে এ উদ্যোগ। এর মাধ্যমে কৃষকদের একটি সমন্বিত সেবা প্যাকেজের আওতায় আনা হবে। যার মধ্যে থাকবে আধুনিক কৃষিপ্রযুক্তির ব্যবহার, আবহাওয়ার খবর ও জলবায়ু-সংক্রান্ত তথ্য, অভিযোজনমূলক বীমার মতো আর্থিক সেবা এবং বাজারের সঙ্গে শক্তিশালী সংযোগ। বাংলাদেশের এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে পরবর্তী ধাপে আফ্রিকার দেশগুলোতেও মডেলটি বিস্তার করা হবে, যেখানে ব্র্যাক ইতোমধ্যে কাজ করছে।
রকফেলার ফাউন্ডেশনের এশিয়া অঞ্চলের প্রধান দীপালি খান্না বলেন, প্রান্তিক কৃষককে জলবায়ু পরিবর্তনের প্রভাবসহ নানা ধরনের চ্যালেঞ্জ সরাসরি মোকাবিলা করতে হয়। ব্র্যাককে সহায়তার মাধ্যমে আমরা ক্ষুদ্র কৃষকদের এমনভাবে সক্ষম করে তুলতে চাই, যাতে তারা কেবল বিপর্যয় মোকাবিলা নয়; দীর্ঘমেয়াদি অর্থনৈতিক সুযোগ তৈরির ভিত্তি গড়ে তুলত সক্ষম হয়।
ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ্ বলেন, আমরা বিশ্বাস করি, মানুষ ও জনগোষ্ঠীকে প্রয়োজনীয় দক্ষতায় সক্ষম করে তুলতে পারলে তারা নিজেরাই টিকে থাকার পথ তৈরি করে নিতে পারে।
- বিষয় :
- নারী