ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

বালিতে ফেরি ডুবে মৃত ৪, নিখোঁজ ৩০

বালিতে ফেরি ডুবে মৃত ৪, নিখোঁজ ৩০

ছবি-সংগৃহীত

সমকাল ডেস্ক

প্রকাশ: ০৪ জুলাই ২০২৫ | ০৬:৪৯

ইন্দোনেশিয়ার পূর্ব জাভার বানিউয়াংগি থেকে বালি দ্বীপে যাওয়ার পথে ফেরি ডুবে অন্তত চারজন প্রাণ হারিয়েছেন। ৩০ যাত্রী এখনও নিখোঁজ।

বৃহস্পতিবার স্থানীয় পুলিশ জানায়, যাত্রা শুরুর ২৫ মিনিট পর ফেরিটি ডুবে যায়। নিখোঁজ ৩০ জনকে উদ্ধারের কার্যক্রম চলছে। ফেরিটিতে মোট ৬৫ যাত্রী ছিলেন। ৩১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

দুর্ঘটনার পর উদ্ধার অভিযানে ৫৪ জনের একটি দল পাঠানো হয়েছে। পরে সুরাবায়া শহর থেকে আরও বড় একটি উদ্ধার জাহাজ পাঠানো হয়। ফেরিতে ১৪টি ট্রাকসহ মোট ২২টি যানবাহন ছিল।  ফেরিতে কোনো বিদেশি যাত্রী ছিলেন কিনা, তা এখনও জানা যায়নি। বৈরী আবহাওয়ার কারণে উদ্ধার কার্যক্রম ব্যাহত হয়। এএফপি।
 

আরও পড়ুন

×