বিএনপি নেতা হাফিজ জামিনে মুক্ত

ফাইল ছবি
আদালত প্রতিবেদক
প্রকাশ: ১৩ অক্টোবর ২০১৯ | ০৯:৫৮
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রমকে জামিন দিয়েছেন আদালত। তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন খারিজ করে দশ হাজার টাকার মুচলেকায় ঢাকা মহানগর হাকিম আতিকুল ইসলাম
রোববার তার জামিন মঞ্জুর করেন। বিকেলে তিনি আদালতের হাজতখানা থেকে মুক্ত হন।
আদালতে হাফিজের পক্ষে শুনানি করেন আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার। এ সময় রাষ্ট্রপক্ষে ছিলেন আইনজীবী আজাদ রহমান ও হেমায়েত উদ্দিন খান। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক রিমান্ড আবেদন নাকচ করে জামিন মঞ্জুর করেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার এসআই নুরে আলম রোববার সকালে তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চান। একই মামলায় গ্রেফতার অবসরপ্রাপ্ত কর্নেল মুহাম্মদ ইসহাক মিয়াকে আগের দিন সাত দিনের রিমান্ড দেন আদালত।
ডিজিটাল নিরাপত্তা আইনের ২০১৮-এর ২৭/৩১/৩৫ ধারায় পল্লবী থানায় র্যাবের দায়ের করা মামলায় শনিবার এ দু'জনকে গ্রেফতার করা হয়।সাবেক সেনা কর্মকর্তা হাফিজউদ্দিন ই-মেইলে বিভিন্ন সরকারি সংস্থার ভূমিকা সম্পর্কে মিথ্যা, বিভ্রান্তিকর, বানোয়াট ও উদ্দেশ্যমূলক কথাবার্তা আদান-প্রদান করেছেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
- বিষয় :
- হাফিজ উদ্দিন