প্রাথমিকে শিক্ষক নিয়োগ
মৌখিক পরীক্ষার জন্য জরুরি নির্দেশনা

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৪ মে ২০২২ | ১৩:৩৬ | আপডেট: ১৪ মে ২০২২ | ১৩:৩৬
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় যে প্রার্থীরা মৌখিক পরীক্ষার জন্য উত্তীর্ণ হয়েছেন, তাদের জন্য জরুরি নির্দেশনা জারি হয়েছে। শনিবার প্রকাশিত নির্দেশনায় সই করেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) পরিচালক (পলিসি অ্যান্ড অপারেশন) মনীষ চাকমা।
এতে বলা হয়, প্রার্থীকে আসল সনদসহ অনলাইনে আবেদনের জন্য আপলোডকৃত ছবি, আবেদনের কপি, লিখিত পরীক্ষার প্রবেশপত্র, নাগরিকত্ব সনদ, স্থায়ী ঠিকানার সপক্ষে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অথবা ওয়ার্ড কাউন্সিলরের সনদপত্র, জাতীয় পরিচয়পত্র এবং শিক্ষাগত যোগ্যতার সনদসহ পোষ্য সনদ (প্রযোজ্য ক্ষেত্রে) ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র কমপক্ষে নবম গ্রেডের গেজেটেড কর্মকর্তাকে দিয়ে সত্যায়ন করে আগামী ২৩ মের মধ্যে (অফিস চলাকালীন) নিজ নিজ জেলা প্রাথমিক শিক্ষা অফিসে জমা দিয়ে প্রাপ্তি স্বীকারপত্র নিতে হবে।
এতে কোনো প্রার্থী ব্যর্থ হলে তাদের অনুকূলে মৌখিক পরীক্ষার কার্ড ইস্যু করা হবে না। বিস্তারিত তথ্য জানা যাবে www.dpe.gov.bd ওয়েবসাইটে।