ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

গণকমিশনের কোনো ভিত্তি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

গণকমিশনের কোনো ভিত্তি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২০ মে ২০২২ | ০৮:২৭ | আপডেট: ২০ মে ২০২২ | ০৮:২৭

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, ১১৬ জনকে ধর্ম ব্যবসায়ী আখ্যা দেওয়া গণকমিশনের কোনো ভিত্তি নেই। তিনি বলেন, কোন তথ্যের ভিত্তিতে এই শ্বেতপত্র তৈরি করা হয়েছে, তাও আমার জানা নেই।

শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের ২৭তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

আসাদুজ্জামান খান বলেন, তারা যাদের নামে সন্ত্রাস কিংবা দুর্নীতির দায়ভার দিচ্ছে—সেটা আমরা দেখিনি। তাই এ সম্পর্কে কিছু বলতে পারব না। যে অভিযোগের কোনো প্রমাণ নেই, সে অভিযোগ আমরা আমলে নিই না।

গত ১১ মে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মঈনউদ্দীন আবদুল্লাহর কাছে শ্বেতপত্র ও সন্দেহভাজন ১১৬ ব্যক্তির তালিকা হস্তান্তর করে ‘গণকমিশন’। শ্বেতপত্র ও তালিকাটি একইসঙ্গে জাতীয় মানবাধিকার কমিশনেও দেওয়া হয়েছে।

আরও পড়ুন

×