তারা কখনও সরকারি কর্মকর্তা, কখনও শীর্ষ সন্ত্রাসী
প্রতারণা করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেপ্তার ৩

গ্রেপ্তার তিনজন। ছবি: সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৪ জুলাই ২০২৫ | ২০:২২
ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা ও শীর্ষ সন্ত্রাসী পরিচয়ে গণ্যমান্য ব্যক্তিদের ফোন করে হুমকি দিয়ে অর্থ হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রাজধানীর মিরপুর, পল্লবী ও গাজীপুরের গাছা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলেন- আব্দুল মান্নান দুলাল ওরফে জাহাঙ্গীর, নাসিম হাসান লাভলু ও ইলিয়াস শিকদার ওরফে বেলায়েত।
ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, সংঘবদ্ধ একটি প্রতারক চক্র দীর্ঘদিন ধরে নিজেদের কখনও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, কখনও শীর্ষ সন্ত্রাসী শাহাদাৎসহ অন্যান্য সন্ত্রাসীদের পরিচয় দিয়ে মোবাইল ফোনে কল করত। এরপর ভয় দেখিয়ে বা প্রলুব্ধ করে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ হাতিয়ে নিত। গোয়েন্দা তথ্যে বিষয়টি জানতে পেরে গত ১ জুলাই ডিবি মতিঝিল বিভাগের একটি দল মিরপুরের মধ্য পাইকপাড়া এলাকায় অভিযান চালিয়ে আব্দুল মান্নান দুলালকে গ্রেপ্তার করে।
তিনি আরও জানান, পরে তার দেওয়া তথ্যে পল্লবী এলাকা থেকে চক্রের সদস্য নাসিম হাসান লাভলু এবং গাজীপুরের গাছা এলাকা থেকে ইলিয়াস শিকদারকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে দুটি ল্যাপটপ, একটি ট্যাব, ৫২টি মোবাইল ফোন, ১৯০টি সিমকার্ড, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নামে আটটি সিল, ছবি ও নাম–ঠিকানাসহ ২০টি ডিরেক্টরি, পাঁচটি ভুয়া পরিচয়পত্র এবং নগদ ২০ হাজার টাকা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে পুলিশ জানায়, অর্থ হাতিয়ে নেওয়ার কাজে তারা একাধিক সিমকার্ড ও মোবাইল ফোন ব্যবহার করতো। তাদের প্রতারণার শিকার গণ্যমান্য ব্যক্তিরা বিপুল আর্থিক ক্ষতির সম্মুখীন হতেন।
- বিষয় :
- গ্রেপ্তার