‘কার্যকর করারোপ করা হলে তামাক পণ্যের সহজলভ্যতা কমবে’
-samakal-628bb9924d620.jpg)
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৩ মে ২০২২ | ১০:৪২ | আপডেট: ২৩ মে ২০২২ | ১০:৪২
তামাক ব্যবহারের কারণে শুধু স্বাস্থ্য ও অর্থনৈতিক ক্ষতি নয়, একইসঙ্গে অনেক ধরনের সামাজিক সম্ভাবনাগুলোরও ক্ষতি হচ্ছে। কার্যকর করারোপ করা হলে তামাক পণ্যের সহজলভ্যতা কমবে।
বেসরকারি গবেষণা সংস্থা উন্নয়ন সমন্বয়ের আয়োজনে 'তামাক পণ্যে কার্যকর করারোপ বিষয়ক' প্রাক-বাজেট আলোচনা সভায় এমন মন্তব্য করেন বক্তারা।
তারা তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন করে আরও জনকল্যাণমুখী করতে সরকারের প্রতি অনুরোধ জানান।
সোমবার ঢাকার বিশ্বসাহিত্য কেন্দ্রে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন সংসদ সদস্য র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী (ব্রাহ্মণবাড়িয়া-৩), মো. মনোয়ার হোসেন চৌধুরী (গাইবান্ধা-৪), উম্মে ফাতেমা নাজমা বেগম (মহিলা আসন-১২), শামীমা আক্তার খানম (মহিলা আসন-২১), হাবিবা রহমান খান (মহিলা আসন-১৭) ও বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন (ব্রাহ্মণবাড়িয়া-৩)।
প্যানেল আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ইনস্টিটিউট অফ রিসার্চ অ্যান্ড রিহ্যাবিলিট্যাশন ফর ডায়বেটিস, এন্ডোক্রিন অ্যান্ড মেটাবলিক ডিসঅর্ডারের (বারডেম) দন্ত চিকিৎসা বিভাগের প্রধান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. অরূপ রতন চৌধুরী, সেন্টার ফর পলিসি ডায়ালগের গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-আইইউবির স্কুুল অব লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সের অধ্যাপক ও ডিন ড. তৈয়বুর রহমান, সিটিএফকে-বাংলাদেশের লিড পলিসি অ্যাডভাইজার মো. মোস্তাফিজুর রহমান, ঢাবির উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজের অধ্যাপক ড.তানিয়া হক।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উন্নয়ন সমন্বয়ের জ্যেষ্ঠ প্রকল্প সমন্বয়কারি শাহীন উল আলম।
ডা. অরূপ রতন চৌধুরী বলেন, প্রস্তাবিত কর কাঠামো বাস্তবায়ন করা গেলে অবশ্যই তামাক পণ্য ব্যবহারকারীর সংখ্যা কমে আসবে। তবে তামাকের মূল্য বৃদ্ধির পাশাপাশি সবার মাঝে মূল্যবোধ তৈরির বিষয়টিও গুরুত্ব দিতে হবে, একইসঙ্গে কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করতে হবে। এক্ষেত্রে নতুন ধরনের তামাকপণ্য উৎপাদন, রেস্টুরেন্টে তামাক সেবনে বিশেষ 'স্মোকিং জোন' তুলে দিতে হবে।
অন্যান্য বক্তারা বলেন, যে সব এলাকায় তামাক বেশি উৎপাদন সেখানে প্রণোদনা দিয়ে কৃষকদের বিকল্প ফসল উৎপাদনে উৎসাহিত করতে হবে। ই-সিগারেট নিষিদ্ধ করতে হবে। তামাকপণ্য উৎপাদনে নতুন করে কোনো কারখানা সৃষ্টি করা যাবে না।
মুক্ত আলোচনা পর্বে অংশগ্রহণকারীরা তামাক পণ্যে কার্যকর করারোপে সংসদ সদস্যরা সমাগত বাজেট অধিবেশনে বিষয়টি উত্থাপন করবেন বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
অনুষ্ঠানের শুরুতে তামাক পণ্যে কার্যকর করারোপের বিষয়ে উন্নয়ন সমন্বয়ের সভাপতি ড. আতিউর রহমানের একটি ভিডিও বক্তব্য প্রদর্শন করা হয়।
এছাড়াও আলোচনার শুরুতে উন্নয়ন সমন্বয়ের পক্ষ থেকে তামাক পণ্যে কার্যকর করারোপ বিষয়ে একটি ভিডিও উপস্থাপন করা হয়।