ছোট্ট রাখির ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি
মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ: ০৬ জুলাই ২০২৫ | ১৬:৪৯
মাদারীপুরে রাজৈরে রাখি মজুমদার নামে ছয় বছরের এক মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাতে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত রাখি রাজৈর উপজেলার সাতপাড় গ্রামের শিশির মজুমদারের মেয়ে। সে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী ছিল।
জানা গেছে, শনিবার বিয়ের অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল শিশিরের পরিবারের সদস্যদের। তবে বাড়ির পাশে রথযাত্রার মেলায় যাওয়ার বায়না ধরে ছোট শিশু রাখি। অনেক বোঝালেও বিয়ে বাড়িতে যেতে নারাজ ছিল সে। একপর্যায়ে কিছু টাকা দিয়ে তাকে একা বাড়িতে রেখেই বিয়ের অনুষ্ঠানে যান তার মা। কয়েক ঘণ্টা পর বাড়িতে এসে রান্না ঘরের দরজা খুলতেই দেখেন, আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থা ঝুলছে মেয়ে। খবর পেয়ে রাতে মরদেহটি উদ্ধার করে রাজৈর থানা-পুলিশ। আজ রোববার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ মাদারীপুর সদর হাসপাতালে নেওয়া হয়।
নিহতের স্বজন কালীদাস মজুমদার জানান, রাখিকে রান্না ঘরের চালের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলতে দেখেন তার মা। দ্রুত উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়। পরে মরদেহ বাড়িতে এনে পুলিশকে খবর দেওয়া হয়।
তিনি আরও বলেন, সবাই চেয়েছিল বিয়ে বাড়ি থেকে খেয়ে ফেরার পর রথের মেলায় যাবে।
তবে ঘটনাটি রহস্যজনক বলছে পুলিশ।
এ ব্যাপারে রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান বলেন, ঘটনাটি সন্দেহজনক। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
- বিষয় :
- মাদারীপুর
- মরদেহ উদ্ধার